চলতি লেজেন্ডস লিগ ক্রিকেটে পরপর দুই ম্যাচে জয় তুলে নিল সাদার্ন সুপারস্টার্স। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন সুপারস্টার্স পরাজিত করে শিখর ধাওয়ানের গুজরাট গ্রেটসকে। বুধবার চলতি এলএলসি-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে কার্তিকরা পরাজিত করেন ইয়ান বেলের নেতৃত্বাধীন ইন্ডিয়া ক্যাপিটালসকে।
যোধপুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইন্ডিয়া ক্যাপিটালস। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন বেন ডাঙ্ক। তিনি মাত্র ২৯ বলে ৬১ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। মারেন ৪টি চার ও ৫টি ছক্কা।
২৪ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন অ্যাশলে নার্স। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। ৩৩ বলে ৩৬ রান করেন ডোয়েন স্মিথ। তিনিও ৪টি চার ও ২টি ছক্কা মারেন। এছাড়া ফৈজ ফজল ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৯ রান করেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ১৬ রান করেন নমন ওঝা। ৪ বলে ২ রান করে অপরাজিত থাকেন কলিন ডি'গ্র্যান্ডহোম।
আরও পড়ুন:- Duleep Trophy 2024: দলীপ ট্রফিতে সব থেকে বেশি উইকেট, সেরা দশে রয়েছেন মুকেশ-আকাশ
সুপারস্টার্সের হয়ে ২টি উইকেট নিলেও ৪ ওভারে ৫৩ রান খরচ করেন জেসল কারিয়া। ৪ ওভারে ২৬ রান খরচ করে ১টি উইকেট দখল করেন পবন নেগি। ৪ ওভারে ২টি মেডেন-সহ মাত্র ৬ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন আবদুর রাজ্জাক।
পালটা ব্যাট করতে নেমে সাদার্ন সুপারস্টার্স ১৯.১ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে তারা। সেই সুবাদে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখেন দীনেশ কার্তিকরা।
আরও পড়ুন:- Duleep Trophy 2024: দলীপ ট্রফিতে সব থেকে বেশি রান, সেরা দশে রয়েছেন ঈশ্বরন
৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২১ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন চিরাগ গান্ধী। ২৬ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন পবন নেগী। তিনিও ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩৬ রান করেন মার্টিন গাপ্তিল। ১৭ বলে ১৭ রান করেন শ্রীবৎস গোস্বামী। তিনি ৩টি চার মারেন।
এছাড়া ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন জেসল কারিয়া। খাতা খুলতে পারেননি পার্থিব প্যাটেল। ক্যাপ্টেন কার্তিক ৪ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন। উল্লেখ্য, প্রথম ম্যাচেও ব্যাট হাতে বিশেষ নজর কাড়তে পারেননি দীনেশ। তিনি প্রথম ম্যাচে ১টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন।
এই ম্যাচে ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে ৪ ওভারে ৩৫ রান খরচ করে ৩টি উইকেট নেন রাহুল শর্মা। ৩৫ রানে ২টি উইকেট নেন পরবিন্দর আওয়ানা। ম্যাচের সেরা হন চিরাগ গান্ধী।