সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেটে লিগে অভিষেক করেছেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক। তিনি গত ১১ জানুয়ারি SA-২০ লিগের দল পার্লস রয়্যালসের হয়ে খেলতে নেমেছিলেন। জোস বাটলারের জায়গায় দলে এসেছিলেন এই প্রাক্তন ভারতীয় উইকেটকিপার। সানরাইজার্স ইস্টার্ন কেপের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি। ‘ডিকে’ প্রথম ভারতীয় ক্রিকেটার যে SA২০-তে অংশ নিলেন। বিদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে অংশ নেওয়ার ক্ষেত্রে ভারতীয় পুরুষ ক্রিকেটারদের জন্য কঠোর নিয়ম রয়েছে বোর্ডের। আইপিএলের কথা ভেবে ক্রিকেটারদের বিদেশের টি-২০ লিগ খেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। একমাত্র ব্যতিক্রম রয়েছে- যদি না ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসর নিয়ে নেন।
দীনেশ কার্তিক ২০২৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছিলেন। এছাড়াও আগে দিল্লি ক্যাপিটালস (ডিসি), কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং অন্যান্য অনেক দলের হয়ে খেলেছেন তিনি। কার্তিকও বিসিসিআই-এর বিদেশে টি-২০ লিগ খেলা নিয়ে যেই নিয়ম রয়েছে তাঁকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে আইপিএল বিসিসিআই-এর মাথার মুকুট। এটা এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটেরও মুকুট। আমি বিশ্বাস করি যে এটার মান বজায় রাখার জন্য ভারতীয় ক্রিকেটারদের অবসর না নেওয়া পর্যন্ত বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া উচিত নয়। খেলোয়াড়রা তাদের সিদ্ধান্ত নিতে পারে। তারা যদি মনে করে যে আইপিএলে আর কিছু পাওয়ার নেই, তখন তারা অন্য লিগে যেতে পারে। আমি সম্পূর্ণরূপে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পাশে আছি।’
কার্তিক বলেছিলেন যে ভারতীয় ক্রিকেটের কাঠামো খেলোয়াড়দের যথেষ্ট সুযোগ এবং আর্থিক স্থিতিশীলতা দেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী। তিনি বলেছিলেন যে SA২০-এর মতো টুর্নামেন্টগুলি আপাতত অবসরপ্রাপ্ত ভারতীয় ক্রিকেটারদের দিয়ে পরিচালনা করা যেতে পারে। তিনি বলেন, ‘আমি একমত যে আপনি সবসময় তর্ক করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন 'তরুণদের কি সুযোগ দেওয়া উচিত (বিদেশি লিগে খেলার)? কিন্তু আমি মনে করি প্রতিযোগিতার দিক থেকে এবং আর্থিকভাবে সুরক্ষিত থাকার উপায়ের ক্ষেত্রে ভারতে যথেষ্ট সুযোগ রয়েছে। আইপিএল একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। ভালো ঘরোয়া ক্রিকেট রয়েছে এবং এখন সমস্ত রাজ্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলিও উন্নতি করছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় ভারতে অনেক ক্রিকেট খেলার সুযোগ আছে। ভারতীয় ক্রিকেটারদের অবসর নেওয়ার পর খেলার অনুমতি দেওয়া উচিত। এটাই সঠিক পথ। আমি বিশ্বাস করি SA২০ বা অন্য যেকোনও লিগ, ভারতের হয়ে খেলা থেকে অবসর নেওয়া কয়েকজনের সঙ্গে কাজ করতে পেরে বেশি খুশি হবে।’