ম্যাচ খেলার সময়ে স্টাম্প মাইকের থেকে দূরে থাকার চেষ্টা করেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন যে তিনি স্টাম্প মাইকের থেকে দূরে থাকার চেষ্টা করেন, কারণ তিনি চান এটি রোহিত শর্মার বিশেষত্ব হিসেবেই থাকুক। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর সূর্যকুমার যাদব নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন।
বিশ্ব ক্রিকেটে অন্যতম স্টাইলিশ ব্যাটার সূর্যকুমার যাদব বর্তমানে রোহিত ও বিরাট কোহলির বিদায়ের পর ভারতের ট্রানজিশনাল ফেজে দলকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন… India vs England 2nd T20I Live Score: ফের আউট…. ২৬ রানে ২ উইকেট হারাল ইংল্যান্ড
রোহিত শর্মা, যিনি এখনও ভারতের ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক, স্টাম্প মাইকের সামনে তার মজার কথোপকথনের জন্য বিখ্যাত। বহুবার তার স্টাম্প মাইকের ভিডিয়ো ভাইরালও হয়েছে। তবে সূর্যকুমার যাদব জানিয়েছেন, তিনি এই বিষয়ে রোহিতকে কোনও প্রতিযোগিতায় মুখে ফেলতে চান না। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সূর্যকুমার যাদব বলেন, ‘আমি স্টাম্পের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। যদি এটি কারোর বিশেষত্ব হয়, তাহলে সেটা তার কাছেই থাকা ভালো।’
রোহিত শর্মার বিখ্যাত স্টাম্প মাইকের সংলাপ নিয়ে মজার মন্তব্য করেছিলেন সূর্যকুমার যাদব। তিনি বলেন, ‘হ্যাঁ, যখন আমরা বাগানে ঘুরতে যাই, তখন তো এ সব শুনতেই হবে!’ তবে সূর্য মজা করে এটাও বলেন যে, তার দলের কাউকে তিনি গার্ডেনে ঘোরাফেরা করতে মানা করেন না, কারণ কেউ ঘুরে বেড়ায়ই না! তিনি বলেন, ‘না, আমি কাউকে থামাই না, কারণ কেউ ঘোরেই না!’
আরও পড়ুন… IND vs ENG T20I: চোট পেলেন ফর্মে থাকা অলরাউন্ডার, ভারতীয় দলে আসছেন শিবম দুবে
‘অধিনায়কত্ব কেবল একটা অতিরিক্ত দায়িত্ব’: সূর্যকুমার যাদব
সূর্যকুমারের নেতৃত্বে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স করছে, যেখানে তিলক বর্মা ও নীতীশ কুমার রেড্ডির মতো তরুণ প্রতিভারা নিজেদের প্রমাণ করছেন, পাশাপাশি সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং ও হার্দিক পান্ডিয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড়রা দলকে আরও শক্তিশালী করছেন। এই তরুণ ও অভিজ্ঞতার সংমিশ্রণ ভারতের টি-টোয়েন্টি দলে নতুন প্রাণ সঞ্চার করেছে।
নতুন অধিনায়কত্বের দায়িত্ব পেলেও সূর্যকুমার যাদব। তিনি মনে করেন, এটি কেবল একটা অতিরিক্ত দায়িত্ব, তার খেলায় কোনও পরিবর্তন হয়নি। সূর্যকুমার যাদব বলেন, ‘দুই ক্ষেত্রেই মজা আছে। এটা শুধু একটা বাড়তি দায়িত্ব। আগে যেমন করতাম, এখনও তাই করছি। শুধু নামের পাশে একটা অতিরিক্ত দায়িত্ব যুক্ত হয়েছে। এর বেশি কিছু বদলায়নি, আনন্দ আগের মতোই আছে।’