‘অকশনার’-র ভুলে কি মহম্মদ শামি হাতছাড়া হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)? তেমনই অভিযোগ তুলতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের দাবি, কেকেআর সর্বোচ্চ দর হাঁকার পরে ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহারের জন্য গুজরাট টাইটানসের কাছে চলে গিয়েছিলেন 'অকশনার' মল্লিকা সাগর। তারপর সানরাইজার্স হায়দরাবাদ প্যাডল তুললেও প্যাট কামিন্সদের দর হাঁকার সুযোগ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন। যদিও বিষয়টি নিয়ে আইপিএল কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। নিলামের ভিডিয়ো থেকেও স্পষ্টভাবে সেই বিষয়টি জানা যায়নি। সরকারিভাবে কোনও অভিযোগ করেনি কেকেআর। যদিও নিলাম যেভাবে পরিচালনা করা হচ্ছে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। উষ্মাপ্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।
শামির নিলাম নিয়ে কী হয়েছে বিষয়টা?
রবিবার নিলামে শামির নাম উঠতে প্রাথমিকভাবে কেকেআর এবং চেন্নাই সুপার কিংস। তারপর লড়াইয়ে আসে লখনউ সুপার জায়ান্টস। ৯.৫ কোটি টাকা দর হাঁকে সঞ্জীব গোয়েঙ্কার দল। পালটা ৯.৭৫ কোটি টাকা দর দেয় ৯.৭৫ কোটি টাকা। তারপর অকশনারকে বলতে শোনা যায়, 'শামিকে কেকেআরের কাছে বিক্রি করা হচ্ছে। তবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা গুজরাটকে জিজ্ঞাসা করব যে আপনারা আরটিএম কার্ড ব্যবহার করতে চান কিনা।'
আরও পড়ুন: IPL 2025 Auction: পন্তের জন্য একটু বেশি খরচ হল, কত বরাদ্দ ছিল, অকপটে জানালেন LSG কর্ণধার গোয়েঙ্কা
কিছুটা চুপ থাকার পরে ‘অকশনার’-কে বলতে শোনা যায়, ‘সানরাইজার্স হায়দরাবাদ আগে বিড করেছে। ১০ কোটি টাকার বিড করেছে। আগে আমরা সেটা নেব।’ সেটার প্রেক্ষিতে কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর জানিয়ে দেন যে তাঁরা দর হাঁকবেন না। তারপর অকশনার জানিয়ে দেন যে শামি এবার সানরাইজার্সে খেলবেন।
KKR-র তরফে কোনও অভিযোগ করা হয়নি সেইসময়
যদিও নেটিজেনদের একাংশ দাবি করেন যে শামির জন্য ‘বিড’ তো বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরও কীভাবে সানরাইজার্সের ‘বিড’ গ্রহণ করা হল? তবে কেকেআরের হয়ে নিলামের টেবিলে বসে থাকা কেউ সেরকম কোনও অভিযোগ করেননি। যখন অকশনার সানরাইজার্সের ‘বিড’ নেন, তখন তাঁদের চোখে-মুখে কোনও উষ্মার ব্যাপার ছিল না। আর কোনওরকম আপত্তিও জানাননি।
আরও পড়ুন: IPL - রেকর্ড টাকা পাওয়ার দিনেই কলকাতাকে আলবিদা, অম্লমধুর বিদায়বার্তা শ্রেয়সের
আরও একাধিক অভিযোগ উঠেছে
তবে শুধু শামির ক্ষেত্রে নয়, আরও কয়েকটি ক্ষেত্রে অকশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। একটি মহলের অভিযোগ, ভুলবশত বাটলারের দাম ২৫ লাখ টাকা বেশি বলেছেন তিনি। যদিও যে গুজরাট টাইটানস বাটলারকে নিয়েছে, তারা সেরকম কোনও অভিযোগ করেনি। কেউ-কেউ আবার দাবি করেছেন, অকশনার প্রচন্ড ঢিমেগতিতে এগিয়ে যাচ্ছেন নিলাম। তাঁর কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও ভুগতে হয়েছে বলে অভিযোগ করেছেন নেটিজেনদের একাংশ।
আরও পড়ুন: IPL - বেনারসির দামে তাঁতের শাড়ি! ২৩.৭৫ কোটিতে বেঙ্কিকে দলে নিতেই ক্ষোভের মুখে নাইটরা