ডেভিড মিলারের ক্যাচটা ধরার সময় কি সূর্যকুমার যাদবের পা'টা বাউন্ডারি লাইনে ঠেকে গিয়েছিল? তৃতীয় আম্পায়ার বা কোনও ধারাভাষ্যকারদের সেটা মনে না হলেও তেমনই অভিযোগ করতে শুরু করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ভক্তদের একাংশ। কেউ-কেউ অভিযোগ করেছেন, যখন সূর্যের হাতে বলটা ছিল, তখন 'বাউন্ডারি রোপ'-এ পা লেগে গিয়েছিল। আর সেটা স্পষ্ট ধরা পড়েছে ক্যামেরায়। কেউ-কেউ তো আবার দাবি করতে শুরু করেছেন যে আসলে বাউন্ডারি লাইন যেখানে ছিল, তার থেকে দূরে সরে গিয়েছিল ‘বাউন্ডারি রোপ’। আর সেটারই ফায়দা পেয়েছেন সূর্য। ২০ তম ওভারে সূর্যের যে ক্যাচটা ভারতের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি তুলে দিয়েছে। ওই ক্যাচটা যদি সূর্য ধরতে না পারতেন, তাহলে ফের হয়ত হৃদয় ভেঙে যেত ভারতের। আর প্রথমবার বিশ্বকাপ জিতে যেত দক্ষিণ আফ্রিকা। ফলে বিতর্কটা আরও বেশি হচ্ছে। যদিও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের তরফে সেরকম কোনও অভিযোগ করা হয়নি। আর কোনও ধারাভাষ্যকার সেরকম কোনও অভিযোগ তোলেননি।
ঠিক কী অভিযোগ করেছেন দক্ষিণ আফ্রিকার ফ্যানদের একাংশ?
সূর্যের ক্যাচ ধরার ভিডিয়োটা পোস্ট করে এক নেটিজেন দাবি করেছেন, 'স্পষ্টতই বাউন্ডারি রোপে ওঁর পা লেগেছিল। বাউন্ডারি রোপটাও সরে গিয়েছিল।' অপর একজন আবার তাতে সম্মতি জানিয়ে বলেন, 'হ্যাঁ, আমিও দেখেছি।' একজন আবার আরও এককাঠি এগিয়ে বলেন, 'এই বিষয়টা এত গুরুত্বপূর্ণও নয়। কারণ বাউন্ডারি রোপটা সরে গিয়েছিল। বাউন্ডারি লাইনের অনেক বাইরে ছিলেন সূর্য।'
একইসুরে এক নেটিজেন দাবি করেন যে 'আমারও প্রথমবার তাই মনে হয়েছিল।' সামনের দিকে থেকে আমারও সেটাই মনে হচ্ছিল। তারপর ওরা (আইসিসি) পিছন দিক থেকে রিপ্লে দেখাতে শুরু করল। আর সামনের দিক থেকে দেখায়নি রিপ্লে। সেইসব অভিযোগের মধ্যেই একজন আবার পরামর্শ দেন, ‘এইচডিতে দেখুন। আরও ভালো বিষয়টা বুঝতে পারবেন।’
ভিত্তিহীন অভিযোগ, পালটা দাবি নেটিজেনদের অপর অংশের
আর সেই পরামর্শ নিয়ে এক ক্রিকেট ভক্ত (ভারতীয় নন মোটেও) পালটা খোঁচা দিয়ে বলেছেন, ‘এতটাই পরিষ্কারভাবে দেখা গিয়েছে যে আমি ভিডিয়োটা অসংখ্যবার দেখলাম আর প্রবলভাবে বোঝার চেষ্টা করলাম যে আপনারা কী বলছেন। কিন্তু আমি কিছুই দেখতে পেলাম।’ অপর একজন বলেছেন, ‘ফালতু অভিযোগ করা হচ্ছে।’
আর যে ছবি পোস্ট করে কয়েকজন দক্ষিণ আফ্রিকার ফ্যান দাবি করেছেন যে বাউন্ডারি লাইনের থেকে বাউন্ডারি রোপ দূরে সরে গিয়েছিল, সেটা আদতে কোনও বাউন্ডারি লাইন নয়। ওটা ঘাসের ছোপের একটা অংশ ছিল। দক্ষিণ আফ্রিকার নেটিজেনদের খোঁচা দিয়ে এক নেটিজন বলেন, 'হ্যাঁ, কেপটাউন থেকে দেখে সেটাই মনে হচ্ছে।'
সূর্যের ক্যাচে মুগ্ধ ইয়ান স্মিথও
নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা তথা ধারাভাষ্যকার বলেন, 'হোয়্যাট আ ক্যাচ। ও মাই গড। আমি যেটা এখন দেখলাম, সেটা বিশ্বাস করতে পারছি না। অ্যাথলেটিজমের সর্বোচ্চ পর্যায় এটা। এটা একটা অবিশ্বাস্য মুহূর্ত। আপনারা এই মুহূর্তে যেটা দেখলেন, সেটা বিশ্বাস করতে পারবেন না। আমার মনে হয় না ক্রিকেটে কোনওদিন এরকম দক্ষতা দেখেছি আমি।'
আরও পড়ুন: Rohit Sharma retires from T20Is: বিশ্বকাপ জিতিয়ে রাজার মতো T20I-কে আলবিদা জানালেন রোহিতও