রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেমন আইপিএল জয়ের সুযোগ হাতছাড়া করেছে, সেরকমভাবে আপনি যেন এই ডিলের সুযোগ মিস না করে বসেন- সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল একটি ফ্যাশন ব্র্যান্ডের অ্যাড। অবশ্যই ওই বিজ্ঞাপনে সরাসরি আরসিবির নাম করা হয়নি। তবে লক্ষ্যটা যে আরসিবি ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই নেটিজেনদের। আর বিজ্ঞাপনের লেখনীর সুরটাও একেবারেই কটাক্ষের ধাঁচে ছিল না। কোনওভাবেই ট্রোল করা হয়নি। বরং এত অসহায়ভাবে বিজ্ঞাপনে ওই কথাগুলো বলা হয়েছে, যা দেখে নেটিজেনরাও বলতে শুরু করেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সত্যিকারের ফ্যানই এই লেখাটা লিখেছেন।’
তবে শুধু নেটিজেনরা নন, যে ভাষায় লেখা ছিল যে একবারও আইপিএল ট্রফি জেতেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেননি বিরাট কোহলি (বিরাটের নাম ছিল না, ১৮ নম্বর জার্সির কথা বলা হয়), তা দেখে যে কারও ‘কষ্ট’ হতে পারে। কারণ ওই বিজ্ঞাপনে লেখা ছিল, 'গত ১৬ বছর ধরে আমাদের প্রিয় দল যেরকম ট্রফি হাতছাড়া করে আসছে, সেরকমভাবে আবার এই সুযোগ হাতছাড়া করবেন না। আমি জানি যে কেউ এই লেখাটা পড়বেন না। কারণ পড়ার জন্য এই লেখাটা খুব ছোট। কিন্তু আমি সত্যি এই বছর ওই ১৮ নম্বর জার্সিধারীর হাতে ট্রফি দেখতে চাই। এ সালা কাপ নামদে।'
আরও পড়ুন: 'দেশের হয়ে খেলছে না, দেখুন হয়তো IPL-এও খেলবে না', কোহলির অনুপস্থিতি নিয়ে গাভাসকরের টিপ্পনি
আরসিবি ও বিরাটের হাতে আইপিএল ট্রফি ওঠার স্বপ্নপূরণ হবে কিনা, তা সময় বলবে। তবে ওই লেখকের (যে ব্যক্তি ওই লেখাটা লিখেছিলেন) একটা ‘স্বপ্নপূরণ’ হয়ে গিয়েছে। ছোট্ট হরফে লেখা যে অংশটা কেউ পড়বেন না বলে ভেবেছিলেন তিনি, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকে তো প্রাথমিকভাবে ভাবতে পারেননি যে ওই কথাটা সত্যিই লেখা হয়েছে কোনও বিজ্ঞাপনে। কারণ আরসিবির তালিকা অনুযায়ী, এই বছর বিরাটদের দলের স্পনসরও নয় ওই দল।
তারইমধ্যে এক নেটিজেন বলেন, ‘ভাবতে পারছি না যে এই বিজ্ঞাপনটা কোনও সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। হাহা।’ অপর এক নেটিজেন বলেন, ‘আরসিবির ভক্তরা সবথেকে বেশি অনুগত হয়ে থাকেন। ওঁদের চিরকালের মতো রেখে দাও আরসিবি ম্যানেজমেন্ট।’ যদিও কোনও কোনও নেটিজেনের আবার দাবি, এটা নেহাতই একটা প্রচারের কৌশল। তেমনই একজন বলেন, 'এটা নিশ্চিতভাবে একটা সস্তার প্রচারের উপায়।'
আরও পড়ুন: RCB-র তরফে তিনি নিজে ফোন করেছিলেন চাহালকে, যুজির ‘কেউ যোগাযোগ করেনি’ দাবি নস্যাৎ করলেন হেসন