বাংলা নিউজ > ক্রিকেট > Viral ad of RCB's trophyless run: IPL জয়ের সুযোগ হাতছাড়া করেছে RCB, ওদের মতো আপনি ডিল মিস করবেন না! ভাইরাল অ্যাড

Viral ad of RCB's trophyless run: IPL জয়ের সুযোগ হাতছাড়া করেছে RCB, ওদের মতো আপনি ডিল মিস করবেন না! ভাইরাল অ্যাড

আরসিবিকে নিয়ে সেই অ্যাড, বিরাট কোহলির হাতে আইপিএল দেখার অপেক্ষায় RCB ফ্যানরা। (ছবি সৌজন্যে এক্স ও IPL ফাইল)

অনলাইন ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞাপনেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএল খরার বিষয়টি তুলে ধরা হল। আর এমনভাবে সেটা করা হয়েছে যে ওই বিজ্ঞাপনের ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই অ্যাডের ধরন দেখে নিজেদের হাসি থামাতে পারেননি নেটিজেনরা। নাম উঠে এসেছে বিরাট কোহলির নামও।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেমন আইপিএল জয়ের সুযোগ হাতছাড়া করেছে, সেরকমভাবে আপনি যেন এই ডিলের সুযোগ মিস না করে বসেন- সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল একটি ফ্যাশন ব্র্যান্ডের অ্যাড। অবশ্যই ওই বিজ্ঞাপনে সরাসরি আরসিবির নাম করা হয়নি। তবে লক্ষ্যটা যে আরসিবি ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই নেটিজেনদের। আর বিজ্ঞাপনের লেখনীর সুরটাও একেবারেই কটাক্ষের ধাঁচে ছিল না। কোনওভাবেই ট্রোল করা হয়নি। বরং এত অসহায়ভাবে বিজ্ঞাপনে ওই কথাগুলো বলা হয়েছে, যা দেখে নেটিজেনরাও বলতে শুরু করেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সত্যিকারের ফ্যানই এই লেখাটা লিখেছেন।’

তবে শুধু নেটিজেনরা নন, যে ভাষায় লেখা ছিল যে একবারও আইপিএল ট্রফি জেতেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেননি বিরাট কোহলি (বিরাটের নাম ছিল না, ১৮ নম্বর জার্সির কথা বলা হয়), তা দেখে যে কারও ‘কষ্ট’ হতে পারে। কারণ ওই বিজ্ঞাপনে লেখা ছিল, 'গত ১৬ বছর ধরে আমাদের প্রিয় দল যেরকম ট্রফি হাতছাড়া করে আসছে, সেরকমভাবে আবার এই সুযোগ হাতছাড়া করবেন না। আমি জানি যে কেউ এই লেখাটা পড়বেন না। কারণ পড়ার জন্য এই লেখাটা খুব ছোট। কিন্তু আমি সত্যি এই বছর ওই ১৮ নম্বর জার্সিধারীর হাতে ট্রফি দেখতে চাই। এ সালা কাপ নামদে।'

আরও পড়ুন: 'দেশের হয়ে খেলছে না, দেখুন হয়তো IPL-এও খেলবে না', কোহলির অনুপস্থিতি নিয়ে গাভাসকরের টিপ্পনি

আরসিবি ও বিরাটের হাতে আইপিএল ট্রফি ওঠার স্বপ্নপূরণ হবে কিনা, তা সময় বলবে। তবে ওই লেখকের (যে ব্যক্তি ওই লেখাটা লিখেছিলেন) একটা ‘স্বপ্নপূরণ’ হয়ে গিয়েছে। ছোট্ট হরফে লেখা যে অংশটা কেউ পড়বেন না বলে ভেবেছিলেন তিনি, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকে তো প্রাথমিকভাবে ভাবতে পারেননি যে ওই কথাটা সত্যিই লেখা হয়েছে কোনও বিজ্ঞাপনে। কারণ আরসিবির তালিকা অনুযায়ী, এই বছর বিরাটদের দলের স্পনসরও নয় ওই দল।

তারইমধ্যে এক নেটিজেন বলেন, ‘ভাবতে পারছি না যে এই বিজ্ঞাপনটা কোনও সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। হাহা।’ অপর এক নেটিজেন বলেন, ‘আরসিবির ভক্তরা সবথেকে বেশি অনুগত হয়ে থাকেন। ওঁদের চিরকালের মতো রেখে দাও আরসিবি ম্যানেজমেন্ট।’ যদিও কোনও কোনও নেটিজেনের আবার দাবি, এটা নেহাতই একটা প্রচারের কৌশল। তেমনই একজন বলেন, 'এটা নিশ্চিতভাবে একটা সস্তার প্রচারের উপায়।'

আরও পড়ুন: RCB-র তরফে তিনি নিজে ফোন করেছিলেন চাহালকে, যুজির ‘কেউ যোগাযোগ করেনি’ দাবি নস্যাৎ করলেন হেসন

ক্রিকেট খবর

Latest News

২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.