ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজের মাঝেই টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গম্ভীরের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা। যার মূলে রয়েছে ভারতীয় কোচের একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট।
গম্ভীর সোশ্যাল মিডিয়ায় একটি ফ্যান্টাসি গেমের হয়ে প্রচার করতেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় নেটিজেনদের মধ্যে। এই ফ্যান্টাসি গেমে হ্যাঁ বা না-এ সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারলে নগদ পুরস্কার মেলে। এমনটা নয় যে, বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা অন-লাইন ফ্যান্টাসি গেমের প্রচার করেন না। বরং বহু ক্রিকেটারকেই এমনটা করতে দেখা যায়। প্রায়শই বিকর্তও দেখা দেয় এই নিয়ে।
তবে গম্ভীর অর্থ উপার্জনের জন্য ক্রিকেটারদের অনৈতিক বিজ্ঞাপনী প্রচারে অংশ নেওয়ার বিরোধী ছিলেন। একদা অ্যালকোহল, পানমশলা ও ফ্যান্টাসি গেমের প্রচার করা নিয়ে ক্রিকেটারদের কটাক্ষ করেছিলেন তিনি। এবার নিজেই সেই কাজ করায় নেটিজেনদের পালটা কটাক্ষের মুখে পড়তে হচ্ছে টিম ইন্ডিয়ার হেড কোচকে।
সোশ্যাল মিডিয়ায় এক ক্রিকেটপ্রেমী লেখেন, ‘গৌতম গম্ভীর একদা বলেছিলেন যে, তিনি বরাবর অ্যালকোহল, তামাকজাত দ্রব্য ও ফ্যান্টাসি গেমের প্রচারের বিরোধী। এখন তিনিই বেটিং অ্যাপের প্রচার করছেন।’
অন্য এক ক্রিকেটপ্রেমী এই প্রসঙ্গে লেখেন যে, পানমশলা ভালো জিনিস নয়। তবে কি অনলাইন জুয়া ভালো জিনিস?'
উল্লেখ্য, গত টি-২০ বিশ্বকাপের পরে রাহুল দ্রাবিড় ভারতের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান। তার পরেই টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হন গৌতম গম্ভীর। তিনি জাতীয় দলের হেড কোচ হওয়ার আগে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল ২০২৪-এর খেতাব জেতান। মূলত কেকেআর মেন্টর হিসেবে গম্ভীরের সাফল্যই তাঁকে ভারতের হেড কোচের হটসিটে বসিয়ে দেয়।
আরও পড়ুন:- ইঙ্গিত দিয়েছিলেন আগেই, দুই থেকে তিন হচ্ছেন, খুশির খবর জানালেন অক্ষর প্যাটেল
গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফর কাটে ভালোয়-মন্দয়। কেননা দ্বীপরাষ্ট্রে একতরফা দাপট দেখাতে পারেনি টিম ইন্ডিয়া। তবে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও টি-২০ সিরিজে একতরফা আধিপত্য দেখায় ভারতীয় দল। বাংলাদেশকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেন রোহিত শর্মারা। এবার টি-২০ সিরিজে নাজমুল হোসেন শান্তদের চুনকাম করার সুযোগ সূর্যকুমার যাদবদের সামনে।
টি-২০ সিরিজের প্রথম ২টি ম্যাচে বাংলাদেশকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে ভারতীয় দল। এবার সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ জিতলেই হোয়াইটওয়াশের বৃত্ত পূর্ণ করবে টিম ইন্ডিয়া।