বর্ডার-গাভাসকর ২০২৪-২৫ সিরিজে ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়া। এই জয়ের পর বড় ধরনের সেলিব্রেশন করেছিল টিম অস্ট্রেলিয়া। সিডনির মাঠে অস্ট্রেলিয়া দলের হয়ে টেস্টে অভিষেক করেছিলেন ৩১ বছর বয়সি অলরাউন্ডার বিউ ওয়েবস্টার। দলের অলরাউন্ডার ওয়েবস্টার ফাইনাল টেস্টে জয়সূচক রানটি করেছিলেন। সিরিজ জয়ের পরে ওয়েবস্টার জানিয়েছেন যে, তিনি এবং ট্র্যাভিস হেড এই জয়টিকে বিশেষভাবে উদযাপন করেছিলেন।
ওয়েবস্টার জানান, জয়ী রান করার সুযোগ একেবারে বিরল এবং তার সঙ্গে সেই সময়ে ক্রিজে থাকা সতীর্থের সঙ্গে সেই মুহূর্তটা উপভোগ করা ছিল খুবই বিশেষ। এবার অস্ট্রেলিয়া দলের নজর জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলবে।
আরও পড়ুন… BBL 2024-25-এ খেলতে পারবেন না ট্র্যাভিস হেড সহ একাধিক অজি ক্রিকেটার! কারণ জানলে অবাক হবেন
এই সেলিব্রশন ভুলতে পারবেন না বিউ ওয়েবস্টার
অস্ট্রেলিয়া ভারতকে ২০২৪/২৫ সালের বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩-১ ব্যবধানে হারিয়ে একটি কঠিন সংগ্রামের পর দারুণ সেলিব্রেশন করেছে। এক দশকের মধ্যে প্রথমবারের মতো সিরিজ জয়ের আনন্দে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা সেলিব্রেশনে মেতে ওঠেছেন। শেষ টেস্টে বিজয়ী রান করা নবাগত বিউ ওয়েবস্টার জানান, সিরিজ জয়ের পরের সারা রাত তিনি এবং ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করা ট্র্যাভিস হেড বিশেষভাবে উদযাপন করেছেন।
জয়ের রাতটা বিউ ওয়েবস্টার কেমন কাটিয়েছিলেন?
বিউ ওয়েবস্টার বলেন, ‘এটা দারুণ একটা রাত ছিল। এটা মনের মধ্যে গেঁথে গিয়েছে। সেলিব্রেশনের মুহূর্তগুলো দারুণ ছিল। আমরা এসসিজি বারে সদস্যদের সঙ্গে বিয়ার পান করেছিলাম। এটি একটি অসাধারণ সপ্তাহ ছিল এবং এটি একটি চমৎকার রাতের মাধ্যমে শেষ হয়েছিল।’
আরও পড়ুন… আমরা জানি অস্ট্রেলিয়াকে কীভাবে হারাতে হয়- WTC 2023-25 ফাইনালে উঠেই রাবাদার হুঙ্কার
ট্র্যাভিস হেডের সঙ্গে সেলিব্রেশনে মাতেন বিউ ওয়েবস্টার
বিউ ওয়েবস্টার আরও বলেন, ‘ট্র্যাভিস (হেড) সবসময় নাইট আউটের জন্য বিখ্যাত। আমি এবং তিনি বিয়ারে বেশ মেতে উঠেছিলাম। আমি সকালে একটু খারাপ অনুভব করছিলাম। যেমন কিছু ছেলেও অনুভব করছে। সাদা পোশাক পরে বসে থাকা এবং জীবনের সবকিছু নিয়ে কথা বলা সত্যিই বিশেষ ছিল।’
বিউ ওয়েবস্টার একটি চমৎকার টেস্ট অভিষেক করেছেন। ফর্মহীন মিচেল মার্শের পরিবর্তে দলে আসা ওয়েবস্টার এক ম্যাচে মার্শের রান সংখ্যা অতিক্রম করেন। প্রথম ইনিংসে তিনি সর্বোচ্চ রান করেন এবং দ্বিতীয় ইনিংসে ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন… BGT 2024-25 তে হারের পরে ওরা নিশ্চয়ই আরও বেশি কষ্ট পাচ্ছে: রোহিত-বিরাটদের পাশে দাঁড়ালেন যুবরাজ সিং
বিজয়ী বাউন্ডারি মারা নিয়ে কী বললেন বিউ ওয়েবস্টার
তিনি বিজয়ী বাউন্ডারি মারার মুহূর্তটি নিয়ে বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম না যে হেডিকে (ট্র্যাভিস হেড) বিজয়ী রান মারার সুযোগ দেব। যখন চার রান বাকি ছিল এবং একটি বল বাকি ছিল, আমি বলেছিলাম, ‘আমি হয়তো আউট হব অথবা এটি বাউন্ডারিতে যাবে।’ দেশের জন্য বিজয়ী রান মারার সুযোগ কতবারই বা পাওয়া যায়। বিশেষ করে পঞ্চম এবং চূড়ান্ত টেস্টে?’
এখন জুন মাসে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ২০২৫ ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া। সকলের চোখ এখন সেই দিকই রয়েছে।