নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ১৫০ রানের ইনিংস সরফরাজ খানের। সমালোচকদের নিজের ব্যাটিংয়ের মাধ্যমে চুপ করিয়ে দিলেন তিনি। নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হয় বুধবার। কিন্তু বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা সম্ভব হয়না। দ্বিতীয় দিনে খেলা শুরু হলে টসে জিতে প্রথমে ব্যাটিং করে ভারত। হেনরি-উইলিয়ামদের দাপটে ৪৬ রানে অলডাউন হয়ে যায় টিম ইন্ডিয়া। ৫ ব্যাটসম্যান শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যায়, তাদের মধ্যে একজন সরফরাজও। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০২ রান করে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালোই করেছিল। ব্যাট হাতে ১৯৫ বলে ১৫০ রান করেন সরফরাজ খান। মেরেছিলেন ১৮টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারি। এটি তাঁর আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক ছিল।
সরফরাজ বলেন, ‘এটি আমার প্রথম আন্তর্জাতিক শতরান, তাই ইনিংসটি আমার কাছে খুব প্রিয়। আমি ছোটবেলার থেকে এই দিনটারই স্বপ্ন দেখতাম’। তিনি আরও বলেন, ‘আমি শেষ ৪-৫ বছর ধরে রান করছি। আমি আমার দ্বারা যা সম্ভব তাই করেছি। ভালো ভাবে অনুশীলন করেছি এবং যেখানে যেখানে উন্নতির প্রয়োজন ছিল, সেখানে উন্নতি করেছি। এবং কী আমি আমার বাবার সঙ্গে মাঝে মাঝে কথা বলতাম, সে আমায় অনুপ্রাণিত করত’। সরফরাজ জানান এই উইকেটে ব্যাট করা মোটেও সহজ নয়। তিনি বলেন, ‘এটা মোটেও ব্যাট করার জন্য সহজ উইকেট নয়।'
ঋষভ পন্তের সঙ্গে পার্টনারশিপ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরিকল্পনা নিয়েছিলাম। দলীপ ট্রফিতেও আমায় অনেকটা এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, যেখানে আমাদের দলকে দ্বিতীয় ইনিংসে প্রতি-আক্রমণ করতে হয়েছিল’। উল্লেখ্য, সরফরাজের সঙ্গে যোগ্য সঙ্গ দেন ঋষভ পন্ত। তিনি একটুর জন্য নিজের সেঞ্চুরি হাতছাড়া করেন। ঋষভ ১০৫ বলে ৯৯ রানে আউট হয়ে যান। ভারত দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ৪৬২ রানে অলডাউন হয়ে যায়। দ্বিতীয় নতুন বলে কামাল দেখান উইলিয়াম-হেনরিরা। ঋষভ এবং সরফরাজ আউট হতে আর কোনও ভারতীয় ব্যাটসম্যানই ক্রিজে দাঁড়াতে পারেনি সেভাবে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে জয়ের জন্য মাত্র ১০৭ রানের প্রয়োজন ছিল। মাত্র দুই উইকেট হারিয়েই তারা সেই টার্গেট পূর্ণ করে ফেলে।