‘একা রোহিতই ব্যর্থ হয়নি! আরও অনেকে…’ প্রাক্তন ছাত্রের পাশে কোচ, দিলেন বড় পরামর্শ
Updated: 07 Jan 2025, 09:25 PM ISTরোহিতের প্রাক্তন কোচ বলছেন, ‘আমার মনে হয় রোহিতের টার্গেট রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপ। ও যদি চাইত তাহলে ও সব ফরম্যাট থেকেই অবসর নিতে পারত। আর ও কিন্তু একমাত্র ক্রিকেটার নয়, যে ফ্লপ হয়েছে। ওর উচিত পরের টেস্ট ম্যাচের আগে কয়েকটা ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলে তৈরি হয়ে যাওয়া ’।
পরবর্তী ফটো গ্যালারি