দলীপ ট্রফির দ্বিতীয় পর্ব শুরু হয়ে গিয়েছে। ভারত ‘সি’ ও ভারত ‘বি’ দলের মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচের দ্বিতীয় বলে ভারত ‘সি’ দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে মাঠ ছাড়তে হয়। তিনি ওপেন করতে এসে একটি বাউন্ডারি মারেন। কিন্তু ম্যাচের দ্বিতীয় বলে ইনজুরিতে পড়েন তিনি। ম্যাচের কোনও লাইভ স্ট্রিমিং হবে না। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিসিসিআই। তাঁর কী হয়েছে তা এখনও জানা যায়নি।
ম্যাচের প্রথম দুই বলে কী হয়েছিল?
ভারত ‘বি’ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ টসে জিতে রুতুরাজ গায়কোয়াড়ের ভারত' ‘সি’ দলকে প্রথমে ব্যাট করতে পাঠান। এরপর সাই সুদর্শনের সঙ্গে ওপেন করতে ক্রিজে আসেন গায়কোয়াড় এবং তিনি গার্ড নেন। ম্যাচের প্রথম ওভার বল করতে আসেন মুকেশ কুমার। গায়কোয়াড় তাঁর প্রথম বলে বাউন্ডারি মারেন।
আরও পড়ুন… আর্থিক জটিলতা কাটাতে PSG ও এমবাপের মধ্যস্থতার ডাক! প্রস্তাব প্রত্যাখান করলেন কিলিয়ান
ওভারের দ্বিতীয় বলে ইনজুরিতে পড়েন রুতুরাজ। এরপরেই মাঠ ছাড়েন তিনি। জানা গিয়েছে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন তিনি। তবে তাঁর এই চোট যে সিরিয়াস নয় সেটিও জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিসিসিআই। ক্রিকেটইনফো অনুসারে, খবর লেখা পর্যন্ত দ্বিতীয় ম্যাচে গায়কোয়াড়ের দল ১০ ওভারে বিনা উইকেটে চল্লিশ রান করেছে। রজত পাতিদার ও সাই সুদর্শন যথাক্রমে ১৪ ও ২১ রানে ব্যাট করছেন।
আরও পড়ুন… AFG vs NZ 4th Day: ফের বৃষ্টি, ভেস্তে গেল চতুর্থ দিনের ম্যাচ! এখনও টস আয়োজন করা গেল না
কী হয়েছে রুতুরাজের?
প্রথম রাউন্ডে, বিসিসিআই স্পোর্টস 18 এবং জিও সিনেমায় লাইভ স্ট্রিমিং সুবিধা প্রদান করেছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে এই সুবিধা পাওয়া যায় না। তাই ঠিক কী হয়েছে বলা মুশকিল। বর্তমান তথ্য অনুযায়ী, দ্বিতীয় বলের পর রুতুরাজ গায়কোয়াড় মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান। রুতুরাজ গায়কোয়াড় জয় দিয়ে দলীপ ট্রফি অভিযান শুরু করেন। তাদের প্রথম ম্যাচটি ছিল ভারত ‘ডি’-এর বিরুদ্ধে। এই ম্যাচটি চার উইকেটে জিতেছিল রুতুরাজের ভারত ‘সি’ দল।
আরও পড়ুন… ENG vs AUS 1st T20I: ট্র্যাভিস হেডের ঝোড়ো ব্যাটিং, উড়ে গেল ইংল্যান্ড! ২৮ রানে জিতল অস্ট্রেলিয়া
ভারত ‘সি’ বনাম ভারত ‘বি’
এই ম্যাচে লাঞ্চ ব্রেক পর্যন্ত ভারত ‘সি’ দল ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১২১ রান তুলেছে। সাই সুদর্শন ৭৫ বলে ৪৩ রান ও রজত পতিদার ৬৭ বলে ৪০ রান করেছেন। বর্তমানে ১৫ বলে ২০ রান করে ক্রিজে রয়েছেন ইশান কিষান ও বাবা ইন্দ্রজিৎ ১৮ বলে ১ রান করে অপরাজিত রয়েছেন। ভারত ‘বি’ দলের হয়ে মুকেশ কুমার ও নভদীপ সাইনি একটি করে উইকেট শিকার করেছেন।
আরও পড়ুন… ধোনির থেকেও ভয়ঙ্কর! বর্ডার-গাভাসকর ট্রফির আগে ভারতের এই ক্রিকেটারকে নিয়ে অজিদের সতর্ক করলেন পন্টিং
ভারত ‘এ’ বনাম ভারত ‘ডি’
দলীপ ট্রফির দ্বিতীয় ম্যাচটি বেঙ্গালুরুতে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ইন্ডিয়া ‘ডি’ এবং মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন ইন্ডিয়া ‘এ’-র মধ্যে অনুষ্ঠিত হবে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইয়ার। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ‘এ’ ৯৩ রানে চার উইকেট হারায়। প্রথম ব্যাটসম্যান হিসেবে সাত রানে আউট হন মায়াঙ্ক আগরওয়াল। এরপর ওপেনার প্রথম সিংও ৭ রান করেন। তাঁর পরে ছিলেন তিলক বর্মা (১০) ও রিয়ান পরাগ (২৯ বলে ৩৭ রান)। শাশ্বত রাওয়াত ১৯ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন।