Duleep Trophy 2024: রিয়ান পরাগ এবং শাশ্বত রাওয়াতের সাবলীল অর্ধশতকের ফলে ৩৩৩ রানে এগিয়ে রয়েছে ভারত এ দল। শনিবার দলীপ ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের শেষ রাউন্ডের ম্যাচের তৃতীয় দিনে ভারত সি-এর বিরুদ্ধে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে ভারত এ দল।
কেমন ছিল ভারত এ দলের দ্বিতীয় ইনিংস--
এদিনের ম্যাচে রিয়ান পরাগ ১০১ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন। এই সময়ে তিনি পাঁচটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছিলে। অন্যদিকে শাশ্বত রাওয়াত ৬৭ বলে ৫৩ রান করেন। এই রানের মধ্যে চারটি চার ও একটি ছক্কা মেরে ছিলেন তিনি। এর ফলে তৃতীয় দিনের খেলা শেষে ভারত এ দল তাদের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট হারিয়ে ২৭০ রান তুলেছে।
আরও পড়ুন… IPL 2025: ওরা যেভাবে আমায় চেয়েছিল... দিল্লি ক্যাপিটালস ছাড়ার কারণ জানালেন রিকি পন্টিং
দলের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল ইনিংস শুরু করে ৩৪ রানে অবদান রাখেন। এছাড়া প্রথম সিং ৩০ বলে ১১ রা করেন। শামস মুলানি ৮ রানে সাজঘরে ফিরলেও কুমার কুশাগরা ৪০ রান করে অপরাজিত রয়েছে। তার সঙ্গে ক্রিজে রয়েছেন তনুশ কোটিয়ান।
আরও পড়ুন… IPL 2025: পন্তকে ছাড়বে না দিল্লি ক্যাপিটালস! DC-র Retention-এর শীর্ষ বাছাই হতে চলেছেন ঋষভ
পরাগ এবং রাওয়াতের ইনিংস কেমন ছিল-
রিয়ান পরাগ এবং শাশ্বত রাওয়াত পঞ্চম উইকেটে ১০৫ রানের জুটি গড়েন। বর্তমানে ভারত এ-দলের মোট লিড ৩৩৩ রান। তৃতীয় দিনের খেলা শেষে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার কুশাগরা ৪০ রানে এবং তনুশ কোটিয়ান ১৩ রানে খেলছিলেন। ইন্ডিয়া সি'র হয়ে দুটি করে উইকেট নেন অংশুল কাম্বোজ, গৌরব যাদব ও মানব সুতার। এর আগে, ভারত এ-এর ২৯৭ রানের জবাবে, ভারত সি তাদের প্রথম ইনিংসে সাত উইকেটে ২১৬ রান তোলার পরে পুরো দল ২৩৪ রানে আউট হয়ে যায়।
আরও পড়ুন… ভিডিয়ো: ম্যাচের মাঝেই অনুশীলনে ব্যস্ত বিরাট! ব্যাট হাতে ব্যর্থ হতেই সাজঘর ছেড়ে নেটে কোহলি
ভারত ‘এ’-এর হয়ে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে পারদর্শিতা দেখান আবেশ খান। ১৬ ওভার বল করে ৬৪ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। উত্তরপ্রদেশের ২০ বছর বয়সি ফাস্ট বোলার আকিব খান ৪৩ রানে তিনটি উইকেট শিকার করেছিলেন।