সাউথ আফ্রিকা টি২০ লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ডার্বান সুপার জায়ান্ট এবং প্রিটোরিয়া ক্যাপিটালস। দেখে বোঝা যাবে না, এই লিগ আসলে সাউথ আফ্রিকান লিগ না ভারতের। কারণ অধিকাংশ দলেরই মালিক ভারতীয় ফ্র্যাঞ্চাইজি। সেই কারণে এই লিগে ভারতীয় ক্রিকেটভক্তদের নজরও রয়েছে। আর সব দলেই খেলতে সুপারস্টাররা। সেখানেই প্রিটোরিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল ডার্বান।
আরও পড়ুন-চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চেন্নাইতে বোলিং টেস্ট শাকিবের! তামিমকে দলে ফেরার সুযোগ BCBর!
কিংসমেডে এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ডার্বান সুপার জায়ান্টের অধিনায়ক কেশব মহারাজ। ফ্ল্যাট উইকেটে তাঁদের রান তুলতেও খুব বেশি অসুবিধা হয়নি। প্রথমে ব্যাট করতে নেমে ডার্বানের দলটি ২০ ওভারে তোলে ৪ উইকেটে ২০৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০৭ রানে থেমে যায় প্রিটোরিয়া ক্যাপিটালসের ইনিংস।
আরও পড়ুন-‘আরও গোল করতে পারতাম’, ৩ গোলে জিতেও বলছেন মোলিনা! লিস্টনের ভাবনায় এখন শুধুই ডার্বি
প্রথমে ব্যাট করতে নেমে জোড়া ওপেনারের বড় রানের পাশাপাশি টপ অর্ডার এবং ফিনিশাররাও রান পায় ডার্বানের। ২৮ বলে ৪৭ রান করেন পার্সন। ২০ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্রিটজকি। ৪০ বলে ৬০ রান করে নটআউট থাকেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। শেষদিকে ডার্বানকে ভালো স্কোরে পৌঁছে দেন মুল্ডার। তিনি করেন মাত্র ১৯ বলে ৪৫ রান।
আরও পড়ুন- BGTতে ব্যর্থ হলেও এখনই অবসর নয় বিরাটের! তবে টেস্ট দলে ঢুকতে দিতে হবে লাল বলে পরীক্ষা!
ব্যাট করতে নেমে পাল্টা ঝড় তোলেন প্রিটোরিয়া ক্যাপিটালসের দুই ওপেনারও। উইল জ্যাকস করেন ৩৫ বলে ৬৪ রান। রহমানউল্লাহ গুরবাজ করেন ৪৩ বলে ৮৯ রান। কিন্তু এরপর মিডল অর্ডার ফুল ফ্লপ হয় প্রিটোরিয়ার। সেই কারণে একটা সময় জয়ের মতো জায়গায় থাকলেও তাঁরা ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারেনি। তাঁদের ইনিংস গুটিয়ে যায় ২০ ওভারে ২০৭ রানেই।
আরও পড়ুন-সুস্থ হয়ে উঠছেন… চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগেই নির্বাচকদের বার্তা কুলদীপের!
ম্যাচের সেরা হলেও দলকে না জেতাতে পেরে হতাশ প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে ৮৯ রান করা গুরবাজ। শতরান হাতছাড়া হওয়ার থেকেও প্রতিযোগিতার প্রথম ম্যাচে দলকে জেতাতে না পারার আক্ষেপ যাচ্ছে না গুরবাজের। ক্রিস ওকস এবং নূর আহমেদ ডার্বান সুপার জায়ান্টের হয়ে ২টি করে উইকেট নেন। রবিবার সন্ধে সাতটায় ফের মুখোমুখি হবে ডার্বান এবং প্রিটোরিয়া। সেখানে বদলা নেওয়ার সুযোগ থাকবে প্রিটোরিয়ার কাছে।