সদ্য কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে নাম ঘোষণা হয়েছে ডোয়েন ব্র্যাভোর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আগেই। এখন সব ধরণের ক্রিকেট থেকেও অবসর গ্রহণ। তবে ক্রিকেট ছাড়ার আগে একাধিক রেকর্ড গড়ে গেলেন তিনি। টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সবচেয়ে বেশি ফাইনাল খেলে জয় পেয়েছেন ব্র্যাভো। তিনি মোট ১৭টি টি-২০ ফাইনালে জয় পেয়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কায়রন পোলার্ড, তিনি মোট ১৬টি টি-২০ ফাইনাল ম্যাচে জয় পেয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক। তিনি ১৫টি টি-২০ ফাইনাল ম্যাচে জয় পেয়েছেন। ১১টি টি-২০ ফাইনাল ম্যাচ জিতে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা এবং সুনীল নারিন।
ডোয়েন ব্র্যাভো মোট ১৭ বার ফাইনাল জিতেছেন টি-২০ ক্রিকেটে। যার মধ্যে ৫ বার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছেন। ২০১৫, ২০১৭, ২০১৮, ২০২০ এবং ২০২১ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল জেতেন তিনি। এছাড়াও ২০১১,২০১৮ এবং ২০২১-এ চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হন। ২০১২ এবং ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে টি-২০ বিশ্বকাপ জেতেন ব্র্যাভো। ২০১১-১২ এবং ২০১২-১৩ মরশুমে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে ক্যারিবিয়ান টি-২০ জেতেন। ২০০৭-০৮ মরশুমে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে স্ট্যানফোর্ড ২০-২০ ট্রফি জয় করেন ব্র্যাভো। এছাড়াও একবার করে বিপিএল, পিএসএল এবং আইএল টি-২০ জিতেছেন তিনি।
তবে শুধু ফাইনাল জয় নয়, টি-২০ ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডও ডোয়েন ব্র্যাভোর ঝুলিতে। তাঁকে কেন টি-২০ ক্রিকেটের চ্যাম্পিয়ন বলা হয় তা তাঁর পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। ব্র্যাভো মোট ৫৮২টি টি-২০ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৬৩১টি, গড় ২৪.৪। তাঁর টি-২০ ক্রিকেটে সেরা বোলিং পারফরম্যান্স ২৩ রান দিয়ে ৫ উইকেট সংগ্রহ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড ব্র্যাভোর কাছেই। তিনি মোট ১২৯টি উইকেট নিয়েছেন সিপিএলে, দ্বিতীয় স্থানে রয়েছেন সুনীল নারিন। টি-২০ ক্রিকেটে ডেথ ওভারেও সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ডোয়েন ব্র্যাভো। ডেথ ওভারে তিনি মোট ৩২২টি উইকেট নিয়েছেন। টি-২০ ক্রিকেটের যে চ্যাম্পিয়ন তিনি সেই বিষয়ে সন্দেহ নেই। এখন দেখার কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে তিনি কেমন চমক দেখান। প্রসঙ্গত, এর আগে কলকাতার মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। সম্প্রতি তিনি জাতীয় দলের কোচ হয়েছেন। তাই সেই জায়গায় এবার ম্যানেজমেন্ট ‘ডিজে’ ব্র্যাভোকে বসানোর সিদ্ধান্ত নিয়েছে।