দিল্লি প্রিমিয়র লিগ টি২০র চ্যাম্পিয়ন হল ইস্ট দিল্লি রাইডার্স। তাঁরা ফাইনালে হারিয়ে দিল সাউথ দিল্লি সুপারস্টার্সকে। রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ৩ রানের জন্য এই সংস্করণে চ্যাম্পিয়ন হল পূর্ব দিল্লির এই ফ্র্যাঞ্চাইজি দল। এবারে দিল্লি প্রিমিয়র লিগ বেশ আকর্ষণীয় হয়েছিল। ঋষভ পন্ত উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। জমজমাট ফাইনাল ম্যাচ দিয়েই প্রতিযোগিতার শেষ হল এবারে। ম্যাচের শেষ ওভার পর্যন্ত টানটান লড়াই ছিল দুই দলের মধ্যে। যে কোনও দলই জিতে যেতে পারত, কিন্তু নার্ভ ধরে রেখে শেষ পর্যন্ত জয় তুলে নেয় প্রথমে ব্যাট করা দল ইস্ট দিল্লি রাইডার্সই। ভিশন পঞ্চাল, দিগবেশ রাঠিদের দুরন্ত লড়াই কাজে লাগল না দঃ দিল্লি সুপারস্টার্স দলের।
আরও পড়ুন-বাংলাদেশ সিরিজে ডাক সরফরাজ-রাহুলকে! কি কারণে নির্বাচকদের বাদের খাতায় শ্রেয়স-শামি?
টস জিতে দিল্লির অরূণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে আসে ইস্ট দিল্লি সুপারস্টার্স দল। শুরুটা ধিমে তালে করলেও মিডল অর্ডারের ব্যাটাররা পরে খেলা ধরেন। ১৬ বলে ২১ রান করেন হার্দিক শর্মা। ১২ বলে ১৬ রান করেন কাভিয়া গুপ্তা। তবে শেষদিকে নেমে সব নজর কেড়ে নেন মায়াঙ্ক রাওয়াত। তাঁর দুর্ধর্ষ ইনিংসই কার্যত ইস্ট দিল্লিকে ম্যাচে ফিরিয়ে আনে, এবং জয়ের মতো স্কোরে পৌঁছাতে সাহায্য করে। ৩৯ বলে ৭৮ রানের মারকাটারি ইনিংস খেলেন এই ব্যাটার, মারেন ৭টি চার এবং ৬টি ছয়। হর্ষ ত্যাগি করেন ১২ বলে ১৭ রান। সেই সুবাদেই পূর্ব দিল্লির দলের রান পৌঁছায় ৫ উইকেটে ১৮৩তে।
আরও পড়ুন-ভুল করে ডোপিং করা সিনার গড়লেন ইতিহাস…প্রথম ইতালিয়ান হিসেবে US ওপেনে শিরোপা জয়!
জবাবে ব্যাট করতে নেমে আয়ুষ বাদোনিদের দলও ভালোই লড়াই দেয়। ৯ উইকেটে ১৮০ রান পর্যন্ত পৌঁছে যায় তাঁরা, শেষ পর্যন্ত ৩ রান দূরে থেমে যায় তাঁদের ইনিংস। ৪২ বলে ৬৮ রান করেন দঃ দিল্লি সুপারস্টার দলের তেজস্বি দাহিয়া। শেষদিকে ৯ বলে ২৫ রান করে আউট হয়ে যান ভিশন পাঞ্চাল। ১৬ বলে ২১ রান করেন দিগবেশ রাঠি। ১৪তম ওভারে ভিশনকে যদি রৌনক ওয়াঘেলা না আউট করতেন, তাহলে ম্যাচ হয়ত জেতা হত না ইস্ট দিল্লি রাইডার্সের। তেজস্বীও ভালো ইনিংস খেলছিলেন, কিন্তু ফিনিশ করতে পারেননি।
শেষ পর্যন্ত প্রথম সংস্করণেই চ্যাম্পিয়ন হল ইস্ট দিল্লি রাইডার্স দল। এবছর মাঠেও মোটামুটি দর্শক হয়েছিল। এমন সাফল্যের পর পরেরবার থেকে প্রতি দলে মার্কি ক্রিকেটার আনার ভাবনা রয়েছে আয়োজকদের।