ক'দিন আগে পুণেতে ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান এড শিরান। জোস বাটলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেও সরাসরি ক্রিকেটীয় আড্ডায় মেতে উঠতে দেখা যায়নি প্রখ্যাত ব্রিটিশ গায়ক তথা গীতিকারকে। তবে এবার সরাসরি ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন শিরান।
মঙ্গলবার রাজস্থান রয়্যালসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়। যেখানে এড শিরানকে রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে ক্রিকেট খেলতে দেখা যায়। শিক্ষানবিশ ক্রিকেটাররা ছাড়াও শিরানের সঙ্গে ক্রিকেটে মাতেন রয়্যালসের দুই তরুণ তুর্কি রিয়ান পরাগ ও তুষার দেশপান্ডে। রিয়ান বেশ কিছুক্ষণ বল করেন ব্রিটিশ গায়ককে। শিরানকে বেশ কয়েকবার ব্যাট হাতে বড় শট নিতে দেখা যায়।
রাজস্থান রয়্যালসের তরফে শিরানকে ব্যাট ও জার্সি উপহার দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হল, রয়্যালসের তরফে শিরানকে দেওয়া জার্সিতে ছিল চমক। কেননা সেটি ছিল শেন ওয়ার্নের ২৩ নম্বর জার্সি। পিছনে ওয়ার্ন লেখা সেই জার্সি পরেই ব্যাট হাতে নেন ব্রিটিশ তারকা। রয়্যালসের তরফে এমন উপহার পেয়ে আপ্লুত দেখায় এড শিরানকে।
এড শিরান এই মুহূর্তে তাঁর কনসার্ট ট্যুরে ভারতে রয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে কনসার্ট ছিল ব্রিটিশ তারকার। ১২ ফেব্রুয়ারি তাঁর পরবর্তী কনসার্ট শিলংয়ে। ১৫ ফেব্রুয়ারি দিল্লিতে কনসার্ট আছে শিরানের। ব্রিটিশ গায়ক যখন ভারতে রয়েছেন, ঠিক একই সময়ে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজে ব্যস্ত রয়েছে ইংল্যান্ডের ক্রিকেট দল।
আরও পড়ুন:- ১৩ রান করলেই ১১ হাজার রোহিতের, ODI-তে কাদের রয়েছে এই নজির?
শিরান পুণেতে থাকার সময় সেখানে ভারতের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ ছিল জোস বাটলারদের। ম্যাচের আগে ক্যাপ্টেন বাটলার-সহ ইংল্যান্ড স্কোয়াডের সব ক্রিকেটারই এড শিরানের সঙ্গে দেখা করেন এবং বেশ কিছুক্ষণ আড্ডা দেন। সেই সময় শিরানকে ইংল্যান্ডের একটি জার্সি উপহার দেন বাটলার।
উল্লেখ্য, এড শিরান কনসার্ট ট্যুরে ভারতে এলেও ঝটিকা সফরে ঘুরে যান বাংলাতেও। জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করেন তিনি। অরিজিৎ সিংয়ের স্কুটিতে বসে শহরে ঘুরে বেড়াতেও দেখা যায় ব্রিটিশ তারকাকে। মাঝে বেঙ্গালুরুতে শিরানকে নিয়ে ছোটখাটো বিতর্কও তৈরি হয়। বেঙ্গালুরুর চার্চ রোডে তিনি পারফর্ম করতে শুরু করলে বাধ সাধে পুলিশ। অনুমতি নেওয়া হয়নি, এমন দাবি করে পুলিশের তরফে থামিয়ে দেওয়া হয় তাঁর অনুষ্ঠান। যদিও প্রখ্যাত গায়ক এক্ষেত্রে পুলিশের অনুমতি নিয়েছিলেন বলে দাবি করেন।