মহিলা বিগ ব্যাশ লিগের ম্যাচে হোবার্ট হারিকেনসকে ৬ রানে হারিয়ে দিল সিডনি সিক্সার্স দল। অধিনায়ক এলিসা পেরি ম্যাচ জেতানো ইনিংস খেললেন। তাঁর অনবদ্য পারফরমেন্সের সুবাগেই সিডনি জয় তুলে নিল। ব্যাট হাতে অর্ধশতরানের পাশাপাশি বল হাতেও ওপেনিং করেছিলেন পেরি। অবশ্য বল হাতে তিনি উইকেট তুলতে পারেননি, কিন্তু তাতেও তার দলের জয় আটকে থাকেনি।
বিগ ব্যাশ লিগে আউট হলেও বেঁচে গেলেন এলিসা পেরি-
মহিলা বিগ ব্যাশ লিগের ম্যাচে ঘটল বিরল ঘটনা। এলিসে পেরি রান আউট হলেন, কিন্তু ফিল্ডারদের কেউই আউট চাইলেন না। অথচ চোখ বন্ধ করে দেখলেও বোঝা যাবে, তা আউট ছিল। আম্পায়ায়ররাও নিজেরা আউট দিলেন না, ফলে ম্যাচ সহজেই জিতে নিল পেরির দল সিডনি সিক্সার। হেরে গেল প্রতিপক্ষ হোবার্ট হারিকেন দল।
সিডনি সিক্সার্স করে ১৫৫ রান-
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সিডনি সিক্সার্স করে ৭ উইরেটে ১৫৫ রান। ইনিংসের শেষ বলে আউট হন এলিসা পেরি। অবশ্য ততক্ষণে যা করার করে দিয়েছেন সিডনির অধিনায়ক পেরি। এমনি সময় অস্ট্রেলিয়ার হয়ে মিডল অর্ডারে নামেন পেরি। কিন্তু মহিলা বিগ ব্যাশ লিগে তিনি ব্যাটিং ওপেন করছিলেন। সেখানেই তিনি ৬২ বলে ৮৬ রান করলেন। গার্ডেনার করলেন ১৬ বলে ২১ রান। হোলি আর্মিটেজ শেষদিকে নেমে করলেন ৩০ রান। এরই মধ্যে সিডনির ইনিংসের শেষ ওভারে ঘটল অদ্ভূত ঘটনা।
একঝলকে সেই ভিডিয়ো-
হোবার্ট হারিকেনসের বোলার গ্রাহাম বোলিং করছিলেন। সেই সময়ই মাথিলদা কারমাইকেল একটি রান নেন। সেই সময় ননস্ট্রাইকার্স এন্ড থেকে দৌড়াচ্ছিলেন এলিসা পেরি। হোবার্টের উইকেটরক্ষক লিজেল লি রান আউট করেন পেরিকে। কিন্তু তিনি পিছন ফিরে থাকায় দেখতেই পাননি পেরিকে, যে তিনি আউট হয়েছেন। ফলে কেউ আর আপিল করেনি আউটের। সেই কারণে নিশ্চিত আউট হওয়ার পরেও জীবন দান পেয়ে যান অজি তারকা। এরপর তার রান তিনি যোগ করে নিজের ইনিংসে।
আরও পড়ুন-হঠাৎই অবসরের সিদ্ধান্ত ঋদ্ধিমান সাহার! শেষ হবে এক যুগের! কবে শেষ ম্যাচ? জেনে নিন
১৪৯ রানে গুটিয়ে যায় হোবার্টের ইনিংস-
জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৯ রানেই শেষ হয়ে যায় হোবার্ট হারিকেনসের ইনিংস। ৬ রান দূরে থেমে যায় ড্যানি ওয়াট, এলিসা ভিলানিদের লড়াই। ড্যানি ওয়াট হজ করেন ৩০ রান। টাইরন করেন ২০ রান। এলিসা ভিলানি করেন ১৭ বলে ২৬ রান। ১৩ বলে ২১ রান করেন লরেন স্মিথ। ১৪ রান অতিরিক্ত দেয় সিডনি সিক্সার্স। তবুও একলেসটোন, কাওমহে ব্রেদের ভালো বোলিংয়ের সৌজন্যে ম্যাচ জিতে নেয় সিডনি।