বোলিং তাঁর অসাধারণ। তবে ব্যাট হাতে বুমরাহের ওপর তেমন ভরসা হয়ত দেখাতে পারবেন না অতি বড় ভারতীয় ক্রিকেট ভক্তও। তবে সেই বুমরাহ গতকাল ক্রিজে দাঁতে দাঁত চেপে টিকে থেকে দলকে ফলো অন থেকে বাঁচিয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতের অস্ট্রেলিয়া সফরে গাব্বার তৃতীয় টেস্টে যখন মনে হচ্ছিল, রোহিতদের আর কোনও আশা নেই, তখন শেষ উইকেট জুটিতে আকাশদীপের সঙ্গে লড়াই দেকান বুমরাহ। আর তাতেই মুগ্ধ গুগল প্রধান সুন্দর পিচাই। আর সুন্দরের সঙ্গে সঙ্গে ইলন মাস্কও বুমরাহের ব্যাটিং নিয়ে প্রতিক্রিয়া দিলেন সংক্ষেপেই। (আরও পড়ুন: ইডেনে স্ট্যান্ডের নামকরণ কর্নেল এনজে নায়ারের সম্মানে, কে ছিলেন এই সেনা আধিকারিক?)
উল্লেখ্য, একদিন আগেই সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল জসপ্রীত বুমরাহকে। সঙ্গে সাংবাদিক জুড়ে দিয়েছিলেন - 'ব্যাটিং নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে যদিও আপনি আদর্শ ব্যক্তি নন'। আর তাতেই বুমরাহ পালটা প্রশ্ন করেছিলেন, 'আমার ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন আপনি?' সেই সময় মজার ছলেই সাংবাদিককে 'গুগল করে' বুমরাহ জানতে বলেছিলেন, টেস্টে একটি ওভারে সর্বোচ্চ রান করার কৃতিত্ব কার নামে আছে... আর এই ঘটনার একদিনের মধ্যেই ব্যাট হাতেই দলকে লজ্জার ফলো অনের হাত থেকে বাঁচিয়েছেন বুমরাহ। য দেখে মুগ্ধ গুগলের সিইও সুন্দর পিচাই। আর তা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টও করেন। আর সুন্দর পিচাইয়ের সেই পোস্টে এককথায় জবাব দিয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক।
আগের দিনের সাংবাদিক সম্মেলনে বুমরাহের 'গুগল করে নাও' মন্তব্যের রেশ টেনেই সুন্দর পিচাই গতকাল পোস্ট করে লেখেন, 'আমি গুগল করেছি। কামিন্সকে যে এভাবে হুক শটে ছক্কা মারতে পারে, সে নিশ্চিত ভাবে ব্যাট করতে পারে। খুব ভালো খেলেছো জসপ্রীত বুমরাহ। দীপের সঙ্গে ব্যাট করে ফলো অন বাঁচিয়েছ।' আর সুন্দর পিচাইয়ের এই সোশ্যাল মিডিয়া পোস্টটি নজর এড়ায়নি এক্স-এর মালিক ইলন মাস্কের। তিনি সুন্দরের পোস্টের প্রতিক্রিয়ায় লেখেন - 'নাইস' (ভালো)।
উল্লেখ্য, গতকাল অস্ট্রেলিয়া বনাম ভারতের টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ভারতের ইনিংসে যখন নবম উইটের পতন ঘটে, তখন ফলো অন বাঁচাতে ৩০ রানের ওপরে প্রয়োজন ছিল। সেখান থেকে লড়াই করে আকাশ দীপ এবং বুমরাহের জুটি ভারতকে ফলো অন বাঁচাতে সাহায্য করে। তাঁদের সেই লড়াইয়ের মর্ম ফুটে ওঠে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মুখেও। এদিকে ক্রিকেট ভক্ত হিসেবে সুন্দর পিচাইয়েরও মন জয় করেছে বুমরাহের সেই লড়াই। সঙ্গে আবার বুমরাহের মুখে 'গুগল'-এর 'প্রচারও' নজর কেড়েছিল তাঁর। আর এই গোটা বিষয়টা আবার নজর এড়ায়নি মাস্কের।