বাংলা নিউজ > ক্রিকেট > ENG vs AUS 1st T20I: ট্র্যাভিস হেডের ঝোড়ো ব্যাটিং, উড়ে গেল ইংল্যান্ড! ২৮ রানে জিতল অস্ট্রেলিয়া

ENG vs AUS 1st T20I: ট্র্যাভিস হেডের ঝোড়ো ব্যাটিং, উড়ে গেল ইংল্যান্ড! ২৮ রানে জিতল অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮ রানে জিতল অস্ট্রেলিয়া (ছবি-AFP)

England vs Australia: ম্যাচে ট্র্যাভিস হেডের ঝোড়ো ব্যাটিং দেখা গিয়েছিল। এরপর অস্ট্রেলিয়ান বোলাররা নিজেদের চমক দেখাতে থাকেন। এই দুটি ঘটনার ফলে স্বাগতিক ইংল্যান্ড তাদের ইনিংসের ২০তম ওভার শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণ করে নিয়েছিল। শেষ পর্যন্ত ২৮ রানে ম্যাচটি জিতে নেয় অস্ট্রেলিয়া।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত চলতি সিরিজের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচটি সাউদাম্পটনে অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে জয় পেয়ে তিন ম্যাচের T20I সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। এদিনের ম্যাচে ট্র্যাভিস হেডের ঝোড়ো ব্যাটিং দেখা গিয়েছিল। এরপর অস্ট্রেলিয়ান বোলাররা নিজেদের চমক দেখাতে থাকেন। এই দুটি ঘটনার ফলে স্বাগতিক ইংল্যান্ড তাদের ইনিংসের ২০তম ওভার শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ার কাছে আত্মসমর্পণ করে নিয়েছিল। শেষ পর্যন্ত ২৮ রানে ম্যাচটি জিতে নেয় অস্ট্রেলিয়া।

টস কারা জিতেছিল-

এদিনের ম্যাচে টস জিতেছিল ইংল্যান্ড। তবে তারা টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তবে ইংল্যান্ড দলের এই সিদ্ধান্ত যে ভুল ছিল তা প্রমাণ করেন ট্র্যাভিস হেড। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের সামনে ব্রিটিশ বোলারদের লিভিংস্টোন, জোফ্রা ও সাকিব রুখে দাঁড়ান।

আরও পড়ুন… ধোনির থেকেও ভয়ঙ্কর! বর্ডার-গাভাসকর ট্রফির আগে ভারতের এই ক্রিকেটারকে নিয়ে অজিদের সতর্ক করলেন পন্টিং

অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত ইনিংস খেলছেন ট্র্যাভিস হেড-

প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে অস্ট্রেলিয়া। এই সময়ে নির্ধারিত ২০ ওভারের আগেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ট্র্যাভিস হেড। হেড আবারও ওপেন করেন এবং পাওয়ারপ্লেতে রানের ঝড় তোলেন। এদিন T20I তে তিনি আরও একটি অর্ধ-শতরানের চিত্রনাট্য লিখেছেন। তিনি মাত্র ১৯ বলে তাঁর অর্ধশতরান সম্পন্ন করেন, এবং এদিনের ইনিংসে ২৩ বল খেলে ৫৯ রান করেন। তাঁর ইনিংসটি ছিল ২৫৬.৫২ স্ট্রাইক রেটের। এই সময়ে তিনি চারটি ছক্কা ও আটটি চার মেরেছিলেন।

আরও পড়ুন… সেটা হয়তো আর কখনও নাও হতে পারে- দক্ষিণ আফ্রিকা দলে কুইন্টন ডি'ককের ফেরা নিয়ে প্রোটিয়া কোচের ভবিষ্যদ্বাণী

ট্র্যাভিস হেড ছাড়া ম্যাথিউ শর্ট ২৬ বলে ৪১ রানের ইনিংস খেলেন। তিনি এই সময়ে চারটি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকান। এছাড়া ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেন জোশ ইংলিস।

কেমন ছিল ইংল্যান্ডের ইনিংস-

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সামনে ম্য়াচ জিততে ছিল ১৮০ রানের লক্ষ্য। যা উইকেটের মেজাজ বিবেচনা করলে খুব একটা কঠিন বলে মনে হয়নি। কিন্তু ৬ জন অস্ট্রেলিয়ান বোলার একসঙ্গে এমন আগুন জ্বালিয়েছিলেন যে সাউদাম্পটনের তীব্র ঠান্ডাতেও ইংল্যান্ড তার উত্তাপ অনুভব করেছিল। মাত্র ৫২ রানের মধ্যেই চার উইকেট হারায় তারা। ফিল সল্ট ১২ বলে ২০ রান ও লিভিংস্টোন ২৭ বলে ৩৭ রান করা ছাড়া সেভাবে কোনও ইংলিশ ব্যাটার এদিন সফল হতে পারেননি। শন অ্যাবট তিন উইকেট শিকার করা ছাড়াও, জোশ হেজেলউড ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট শিকার করেন।

আরও পড়ুন… BCCI এর দোষ নেই, গ্রেটার নয়ডার মাঠটা আমরাই বেছে নিয়েছিলাম: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের U-Turn

এদিনের ম্যাচের সেরা নির্বাচিত হন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের জন্য তিনি নিজের দলকে জেতাতে সফল হন এবং সেই কারণেই তাঁকে এদিনের ম্যাচের সেরা নির্বাচিত করা হয়।

ক্রিকেট খবর

Latest News

বিনীত গোয়েলকে কী শাস্তি দেওয়া যায়? মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইল হাইকোর্ট জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত! পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.