শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাঞ্চেস্টার টেস্টে লিড নেওয়া শুরু ইংল্যান্ডের। দ্বিতীয় দিনের শেষে ম্যাচে রাশ পুরোপুরি ইংল্যান্ডের হাতে বলা যাবে না, তবে নিঃসন্দেহে চালকের আসনে রয়েছে ব্রিটিশরাই।
ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা একসময় ১১৩ রানে ৭ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা শেষমেশ তাদের প্রথম ইনিংসে ২৩৬ রান সংগ্রহ করে। প্রথম দিনেই সাকুল্যে ৭৪ ওভার ব্যাট করে প্রথম ইনিংসে অল-আউট হয় শ্রীলঙ্কা।
ক্যাপ্টেন ধনঞ্জয়া ডি'সিলভা ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। অভিষেককারী মিলান রত্নায়কে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ৭২ রানের লড়াকু ইনিংস খেলে শ্রীলঙ্কাকে লড়াইয়ের রসদ এনে দেন। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নেন ক্রিস ওকস ও শোয়েব বশির। ২টি উইকেট নেন গাস অ্যাটকিনসন। ১টি উইকেট পকেটে পোরেন মার্ক উড।
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ২২ রান তোলে। তার পর থেকে দ্বিতীয় দিনে খেলতে নেমে শ্রীলঙ্কার প্রথম ইনিংসকে টপকে যায় ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৬ উইকেটের বিনিময়ে ২৫৯ রান। তারা সাকুল্যে ৬১ ওভার ব্যাট করেছে। অর্থাৎ, শ্রীলঙ্কার প্রথম ইনিংসের থেকে এখনই ২৩ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
সেট হয়ে আউট হন দুই ব্রিটিশ ওপেনার। বেন ডাকেট করে ১৮ রান। ৩০ রান করে সাজঘরে ফেরেন ড্যান লরেন্স। মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন বেন স্টোকসের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে নামা ওলি পোপ। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন জো রুট। তিনি ৫৭ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন। মারেন ৪টি চার।
আরও পড়ুন:- IPL 2025: অবসর নেওয়া এই ছয় T20I তারকা এবার ঝড় তুলতে পারেন আইপিএলে
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন হ্যারি ব্রুক। তিনি ৪টি বাউন্ডারির সাহায্যে ৭৩ বলে ৫৬ রান করে মাঠ ছাড়েন। দাপুটে অর্ধশতরান করে দ্বিতীয় দিনে অপরাজিত থাকেন উইকেটকিপার জেমি স্মিথ। তিনি ৯৭ বলে ৭২ রান করেছেন। মেরেছেন ৫টি চার ও ১টি ছক্কা। ২৫ রান করে আউট হন ক্রিস ওকস। ব্যক্তিগত ৪ রানে নট-আউট থাকেন গাস অ্যাটকিনসন।
শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ৩টি উইকেট নিয়েছেন অসিথা ফার্নান্ডো। ২টি উইকেট নিয়েছেন প্রবোথ জয়সূর্য। ১টি উইকেট নিয়েছেন বিশ্ব ফার্নান্ডো।