বাংলা নিউজ > ক্রিকেট > Sri Lanka Beat England: বুমেরাং হল ব্যাজবল, নিশঙ্কার দাপটে ওভাল টেস্টে শ্রীলঙ্কার কাছে হার ইংল্যান্ডের

Sri Lanka Beat England: বুমেরাং হল ব্যাজবল, নিশঙ্কার দাপটে ওভাল টেস্টে শ্রীলঙ্কার কাছে হার ইংল্যান্ডের

নিশঙ্কার দাপটে ওভাল টেস্টে শ্রীলঙ্কার কাছে হার ইংল্যান্ডের। ছবি- রয়টার্স।

England vs Srl Lanka, Oval Test: প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে দাপুটে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। দুই ইনিংসেই ব্যাট হাতে শ্রীলঙ্কাকে নির্ভরতা দেন পাথুম নিশঙ্কা।

প্রথম ইনিংসে বড়সড় লিড নিয়েও শ্রীলঙ্কার কাছে ওভাল টেস্টে হারতে হল ইংল্যান্ডকে। এক্ষেত্রে ব্রিটিশ শিবিরে বুমেরাং হল ব্যাজবল ক্রিকেট। ওল্ড ট্র্যাফোর্ড ও লর্ডসের প্রথম ২টি টেস্ট জিতে ইংল্যান্ড আগেই সিরিজ জয় নিশ্চিত করে। ওভালের তৃতীয় তথা শেষ টেস্টে জয় তুলে নিতে পারলে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারত ইংল্যান্ড। তবে সেই সুযোগ হাতছাড়া হয় তাদের। বদলে শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট জিতে সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ করে।

ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে ৩২৫ রান। ওলি পোপ ১৫৪ ও বেন ডাকেট ৮৬ রান করেন। ৩টি উইকেট নেন শ্রীলঙ্কার মিলান রত্নায়কে।

পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৬৩ রানে। পাথুম নিশঙ্কা ৬৪, ধনঞ্জয়া ডি'সিলভা ৬৯ ও কামিন্দু মেন্ডিস ৬৪ রান করেন। ৩টি করে উইকেট নেন ইংল্যান্ডের জোশ হাল ও ওলি স্টোন। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ৬২ রানে লিড পেয়ে যায় ইংল্যান্ড।

তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ার মাশুল দিতে হয় ইংল্যান্ডকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অল-আউট হয় মাত্র ১৫৬ রানে। জেমি স্মিথ দলের হয়ে সব থেকে বেশি ৬৭ রান করেন। এছাড়া ৩৫ রান করেন ড্যান লরেন্স। শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেন লাহিরু কুমারা। ৩টি উইকেট নেন বিশ্ব ফার্নান্ডো। ব্রিটিশ ব্যাটাররা অকারণ ব্যাট চালাতে গিয়ে উইকেট দিয়ে আসেন।

আরও পড়ুন:- Rinku Singh: দলীপ ট্রফির দ্বিতীয় ম্যাচে অভিমন্যু ঈশ্বরনের দলে রিঙ্কু সিং, রিপোর্ট

প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২১৯ রানের। তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা তাদের শেষ ইনিংসে তোলে ১ উইকেটের বিনিময়ে ৯৪ রান। সুতরাং, ম্যাচের শেষ ২ দিনে জয়ের জন্য তাদের দরকার ছিল মোটে ১২৫ রান। হাতে ছিল ৯টি উইকেট। ৪৪ বলে ৫৩ রান করে তৃতীয় দিনে নট-আউট ছিলেন পাথুম নিশঙ্কা।

আরও পড়ুন:- India Beat Japan In Hockey: চিনের পরে জাপানকে বিধ্বস্ত করল ভারত, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফের বড় জয় হরমনপ্রীতদের

শ্রীলঙ্কা চতুর্থ দিনে তার পর থেকে খেলতে নেমে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরির পরে দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরান করে দলের জয় নিশ্চিত করেন পাথুম নিশঙ্কা। শ্রীলঙ্কা মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২১৯ রান সংগ্রহ করে নেয়। তারা ব্যাট করে সাকুল্যে ৪০.৩ ওভার। অর্থাৎ, ওভার প্রতি ৫.৪০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। সুতরাং, বলাই যায় যে, ইংল্যান্ডের বিরুদ্ধে পালটা ব্যাজবল খেলে শ্রীলঙ্কা। অর্থাৎ, ইংল্যান্ডের ব্যাজবল এক্ষেত্রে বুমেরাং হয় ব্রিটিশ শিবিরে।

South Africa Squads: ক্লাসেন, মিলার, নরকিয়া, রাবাদা কেউ নেই, আফগান ও আইরিশদের বিরুদ্ধে আনকোরা দল দক্ষিণ আফ্রিকার

পাথুম নিশঙ্কা ১২৪ বলে ১২৭ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ১৩টি চার ও ২টি ছক্কা মারেন। ৩৭ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস। তিনি ৭টি চার মারেন। ৬১ বলে ৩২ রান করে নট-আউট থাকেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তিনি ৩টি চার মারেন। শেষ ইনিংসে ইংল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন ক্রিস ওকস ও গাস অ্যাটকিনসন।

ক্রিকেট খবর

Latest News

‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর ঘণ্টাখানেক আগেও ছিলেন বিজেপির প্রচারে, সটান হাজির রাহুলের মঞ্চে প্রাক্তন এমপি নবরাত্রির প্রথম দিন আজ, পুজো হয় দেবী শৈলপুত্রীর বাবর আজমের পদত্যাগের পরেই হঠাৎ করে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ৩১ বছরের স্পিনার শনির রাহুর নক্ষত্রে গমন! অর্থ সম্পদ নাকি অশনিসংকেত, কীসের দিচ্ছে ইঙ্গিত জেনে নিন ভর্তি হতে পারছেন না রোগীরা, চিন্তায় দেবাংশু!'সিনিয়ররা কোথায়?' প্রশ্ন নেটিজেনের ‘ট্রোলের জন্য তৈরি…', বিচারের আগ আন্দোলনের মুখ লগ্নজিতা পুজোয় USA যাচ্ছেন, কেন? BJP, CPIM নয়, TMC বিধায়কের বিরুদ্ধে ‘চোর’ ‘গদ্দার’ স্লোগান উঠল TMCরই মিছিল থেকে ১ বা ২ না,১৬টি বনেদি পুজো নিয়ে মুর্শিদাবাদের এই গ্রাম হয়ে উঠেছে ‘দুর্গা গ্রাম’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.