বাংলা নিউজ > ক্রিকেট > ENG vs WI Test Series: হাঁটুর চোটের কারণে আসন্ন ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন কেমার রোচ

ENG vs WI Test Series: হাঁটুর চোটের কারণে আসন্ন ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন কেমার রোচ

ইংল্যান্ড সফর থেকেই ছিটকে গেলেন কেমার রোচ (ছবি-এক্স)

 আসন্ন ইংল্যান্ড সফরে খেলতে পারবেন না তিনি। সফর শুরুর আগেই তিনি ছিটকে গিয়েছেন আসন্ন সিরিজ থেকে। তাঁর হাঁটুতে সমস্যা ছিল। সেই চোট এতটাই গুরুতর যে আসন্ন সফরে যেতে পারবেন না তিনি। ফলে কিছুটা হলেও ধাক্কা খেল ক্যারিবিয়ান শিবির।

শুভব্রত মুখার্জি:- বর্তমান সময়ে ওয়েস্ট ইন্ডিজ তো বটেই বিশ্ব ক্রিকেটের অন্যতম বিপদজনক পেসার কেমার রোচ। ক্যারিবিয়ানদের এই নয়া পেস সেনসেশনের কাঁধেই রয়েছে ক্যারিবিয়ানদের পেস আক্রমণের দায়িত্ব। বিশেষ করে লাল বলের ফর্ম্যাটে পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেন তিনি। তবে ক্যারিবিয়ান ক্রিকেট সমর্থকদের জন্য খারাপ খবর। আসন্ন ইংল্যান্ড সফরে খেলতে পারবেন না তিনি। সফর শুরুর আগেই তিনি ছিটকে গিয়েছেন আসন্ন সিরিজ থেকে। তাঁর হাঁটুতে সমস্যা ছিল। সেই চোট এতটাই গুরুতর যে আসন্ন সফরে যেতে পারবেন না তিনি। ফলে কিছুটা হলেও ধাক্কা খেল ক্যারিবিয়ান শিবির।যদিও তাদের পেস বিভাগে থাকছেন তাদের নতুন তারকা শামার জোসেফ।

আরও পড়ুন… বার্বাডোজের পিচে কি ঘূর্ণি নাচবেন প্রোটিয়ারা, নাকি রাবাডাদের পেসে বিপাকে পড়বেন কোহলিরা?

কেমার রোচ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছিলেন। সেখানেই হাঁটুতে চোট পান তিনি। বিষয়টি নিশ্চিত করা হয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে। আর এই কারণেই তিন টেস্টের সিরিজে খেলা হবে না তাঁর। কিমার রোচের পরিবর্ত ও ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে বোর্ড। রোচের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে জেরেমিয়া লুইসকে। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে রোচ সারের হয়ে খেলছিলেন। ছটি ম্যাচে ও খেলেছেন তিনি। নিয়েছেন ১৮ টি উইকেট। গড় ২৫.৭৭। বর্তমানে চোট সারাতে রিহ্যাবে রয়েছেন তিনি।

আরও পড়ুন… ডোপ টেস্টে ব্যর্থ! বিপদের মুখে জ্যাভলিন থ্রোয়ার ডিপি মনুর Paris Olympics 2024-এর স্বপ্ন

ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সর্বকালীন সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের মধ্যে তিনি রয়েছেন পঞ্চম স্থানে।৮১ টি টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ২৭০ টি উইকেট। গড় ২৭.৭৪। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছেন ১৬ টি ম্যাচ নিয়েছেন ৬১ টা উইকেট। অন্যদিকে ২৮ বছর বয়সী লুইস 'আনক্যাপড' ক্রিকেটার। অর্থাৎ জাতীয় দলের হয়ে এখনো খেলা হয়নি তাঁর। খেলেছেন ৫৭ টি প্রথম শ্রেণীর ম্যাচ। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের হয়ে শেষ ১০ বছর ধরে খেলছেন তিনি। ১০ জুলাই থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের, ইংল্যান্ড সফর। রয়েছে তিনটি টেস্ট ম্যাচ। খেলা হবে লন্ডন,নটিংহ্যাম এবং বার্মিংহামে।

ক্রিকেট খবর

Latest News

৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড কোনও টেস্ট সরছে না! পাকিস্তানেই হবে ইংল্যান্ড সিরিজ! জল্পনা ওরালেন PCB প্রধান… রিল রিয়েল মিলেমিশে একাকার, অনন্যার ওয়েব সিরিজে দেখা গেল কার বিয়ের দৃশ্য? আলু ভাতে, বেগুন ভর্তা তো খেয়েছেন, স্বাদ বদলাতে লঙ্কা ভর্তা ট্রাই করবেন নাকি? সিদ্ধি বিনায়ক দর্শনের পরই হাসপাতালে ভর্তি হলেন দীপিকা, শুভক্ষণ আসন্ন… খারাপ আলোর জের!পেসার ওকস হয়ে গেলেন স্পিনার! শ্রীলঙ্কা-ইংল্যান্ডে টেস্টে বিরল ছবি কলকাতার Infosys-এ নিয়োগ হবে! ইন্টারভিউও এখানে, কবে? কী কী লাগবে? কোন পদে? ভারত অধিনায়কদের মধ্যে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরে কোথায় বিরাট-সচিন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.