ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামেননি ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের তারকা অল-রাউন্ডার ন্যাট সিভার ব্রান্ট। তাঁর না খেলার কারণ হিসেবে জানানো হয়েছিল যে, তিনি ছোট একটি চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছেন। অবশেষে জানা গেল, কেন সিরিজের প্রথম টি-২০ ম্যাচে খেলতে পারেননি ব্রান্ট।
ব্রিটিশ তারকা নিজেই খোলাসা করেন কারণ। আন্ডার দ্য লিড পডকাস্টে নিজের স্ত্রী ক্যাথেরিন সিভার ব্রান্টের সঙ্গে আলোচনায় অনুরাগীদের আগ্রহ নিরসন করেন নাতালি। উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে জাতীয় দলের সতীর্থ ক্যাথেরিনের সঙ্গে বাগদান সারেন ন্যাট সিভার। পরে ২০২২ সালের মে মাসে নিজেদের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইংল্যান্ডের দুই মহিলা ক্রিকেটার।
ন্যাট সিভার জানিয়েছেন যে, তিনি ডিম্বাণু সংরক্ষণের প্রক্রিয়ায় ছিলেন। তাই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামতে পারেননি। নাতালি স্পষ্ট জানিয়েছেন যে, তাঁর মা হওয়ার ইচ্ছা রয়েছে। তবে ক্রিকেট কেরিয়ারের দিকে তাকিয়ে এখনই মাতৃত্বের স্বাদ নেওয়া সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে। তাই খেলা ছাড়ার পরে মা হতে চান তিনি। ঠিক সেই কারণেই আগেভাগে ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নেন তিনি।
অন্যদিকে ক্যাথেরিন জানিয়েছেন যে, ন্যাট সিভার ব্রান্টের বয়স এখনই ৩১ বছর। ২০২৮ অলিম্পিক্সে ক্রিকেট খেলা হবে। সেই পর্যন্ত দেশের হয়ে খেলা চালিয়ে যাওযার ইচ্ছা রয়েছে তাঁর। সুতরাং, ডিম্বাণু সংরক্ষণের এটাই সঠিক সময় মনে হয়েছে তাঁদের।
ন্যাট সিভার-ব্রান্টের আন্তর্জাতিক কেরিয়ার:-
উল্লেখ্য, ন্যাট সিভার ব্রান্ট এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১০টি টেস্ট, ১০৩টি ওয়ান ডে ও ১১৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি টেস্টে ৬৪৯ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ১টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৪টি। ওয়ান ডে ক্রিকেটে নাতালি ৮টি শতরান ও ২০টি অর্ধশতরান-সহ ৩৪৪৩ রান সংগ্রহ করেছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ব্রান্টের ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ২৩৮৩ রান। তিনি এই ফর্ম্যান্টে হাফ-সেঞ্চুরি করেছেন ১৩টি। এছাড়া টেস্টে ১১টি, ওয়ান ডে ক্রিকেটে ৭৩টি ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৮৫টি উইকেট নিয়েছেন ন্যাট সিভার ব্রান্ট।
ন্যাট সিভার-ব্রান্টের উইমেন্স প্রিমিয়র লিগ কেরিয়ার:-
ন্যাট সিভার ব্রান্ট মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে উইমেন্স প্রিমিয়র লিগে মাঠে নামেন। তিনি এখনও পর্যন্ত ডব্লিউপিএলের ১৯টি ম্যাচে মাঠে নেমে ৫০৪ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন তিনটি। সঙ্গে ২০টি উইকেট দখল করেছেন ব্রিটিশ অল-রাউন্ডার।