ভারতের হেড কোচের পদ থেকে অব্যহতি নেওয়ার পরেই রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। গুঞ্জন শোনা যায় যে, দ্রাবিড় কোচ হিসেবে আইপিএলের আঙিনায় ফিরতে চলেছেন। যেহেতু জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে দ্রাবিড় আইপিএলে সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করেছেন, তাই তাঁর ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ফেরা এমন কিছু অবাক করার বিষয় হবে না।
তবে দ্রাবিড়ের কোচিং কেরিয়ার নতুন মাত্রা পেতে পারে। কেননা ইংল্যান্ড ক্রিকেটমহলের নজরে রয়েছেন কোচ হিসেবে টিম ইন্ডিয়াকে টি-২০ বিশ্বকাপ জেতানো দ্রাবিড়। ম্যাথিউ মট পদত্যাগ করার পরে ইংল্যান্ডকে সীমিত ওভারের ক্রিকেটে নতুন কোচ নিয়োগ করতে হবে। দ্রাবিড়কে সেই পদের জন্য এক্কেবারে উপযুক্ত মনে করছেন ইয়ন মর্গ্যানের মতো ব্রিটিশ প্রাক্তনরা।
নতুন করে ভারতীয় দলের দায়িত্ব না নেওয়ার পিছনে দ্রাবিড়ের যুক্তি ছিল সময়। আসলে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলেই বছরের বেশিরভাগ সময় জাতীয় দলের সঙ্গে ঘুরে বেড়াতে রাজি হননি। যেহেতু ভারতীয় দল তিন ফর্ম্যাটের জন্য একই কোচের হাতে দায়িত্ব দেয়, তাই ঠাসা ক্রীড়াসূচি থেকে ফুরসৎ মেলা ভার।
তবে ইংল্যান্ড ক্রিকেট দলে সেই সমস্যা হওয়ার কথা নয়। কেননা ইংল্যান্ডের টেস্ট দলকে কোচিং করান ব্রেন্ডন ম্যাকালাম। তাই সারা বছর দলের সঙ্গে ঘুরে বেড়ানোর প্রয়োজন হবে না।
টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার পরেই ম্যাথিউ মট সীমিত ওভারের ক্রিকেটে ইংল্য়ান্ডের হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। সেই জায়গায় দায়িত্ব নেওয়ার জন্য মর্গ্যান-ফ্লিন্টফের মতো ইংল্যান্ডের প্রাক্তন তারকাদের নাম ভেসে বেড়াচ্ছে। যতদিন না নতুন কোচের খোঁজ মিলছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ট্রেসকোথিকের হাতে অন্তর্বর্তীকালীনভিত্তিতে দায়িত্ব তুলে দিয়েছে।
মর্গ্যান নিজে এখনই জাতীয় দলের কোচ হতে আগ্রহী নন। তবে তাঁর পছন্দের কোচেদের মধ্যে রয়েছেন দ্রাবিড়। স্কাই স্পোর্টসের আলোচনায় মর্গ্যান জানান যে, ইংল্যান্ডের মতো প্রথমসারির ক্রিকেট দলের কোচ হিসেবে হাই প্রোফাইল কাউকে বেছে নেওয়া উচিত। তাঁই তাঁর পছন্দ রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, স্টিফেন ফ্লেমিং বা ব্রেন্ডন ম্যাকালামের মতো কাউকে।
আরও পড়ুন:- Paris Olympics: হকিতে দুরন্ত ছন্দে ভারত, লিগের ৫ ম্যাচে কেমন খেললেন হরমনপ্রীতরা?
ম্যাকালাম ইতিমধ্যেই ইংল্যান্ডের টেস্ট কোচের দায়িত্ব পালন করছেন। মর্গ্যানের ইঙ্গিত, প্রয়োজনে সব ফর্ম্যাটে ইংল্যান্ডের হেড কোচ করা যায় তাঁকে। এখন দেখার যে, রাহুল দ্রাবিড়ের কাছে প্রস্তাব গেলে তিনি ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হতে আগ্রহ দেখান কিনা।