টি২০ বিশ্বকাপের শেষ আটের টিকিট কার্যত হাতের নাগালে এনে ফেলেছে ইংল্যান্ড দল। শনিবার নামিবিয়ার বিপক্ষে শেষ ম্যাচে জিতলেই পরের রাউন্ডে চলে যাওয়ার সম্ভবনা থাকবে তাঁদের। কারণ নেট রান রেটে তাঁরা স্কটল্যান্ডের থেকে ভালো জায়গায় থাকায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততেই হবে স্কটিশদের। অজিরা যদি জিতে যায়, অন্যদিকে ইংল্যান্ড যদি নামিবিয়ার বিপক্ষে জিতে যায়, তাহলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফের সুপার এইট স্টেজে পৌঁছে যাবে। এবারের বিশ্বকাপের সব থেকে বড় অঘটন যদি স্কটল্যান্ড ঘটায় অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে, তবে ছিটকে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আসলে স্কটিশদের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যেতেই ইংল্যান্ডের চাপ বেড়ে যায়। এরই মধ্যে জোশ হেজেলউডের এক মন্তব্য বিশ্বক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছে। তিনি বলেছিলেন, ইংল্যান্ড প্রতিযোগিতা থেকে ছিটকে গেলে ভালো হয়। যদিও ইংল্যান্ড দলের আশা, শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে হাল্কাভাবে খেলবে না অজিরা।
আরও পড়ুন-রূপকথা লিখে সুপার এইটে আফগানিস্তান,সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ, বিদায় কিউয়িদের
ইতিমধ্যেই সুপার এইটে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। শেষ আট নিশ্চিত করার পর অজি পেসার জোশ হেজেলউড সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে আমাদের পারফরমেন্স টি২০তে সাম্প্রতিককালে খুব ভালো নয়। এমন দল প্রতিযোগিতা থেকে ছিটকে যাক সব দলই চাইবে, তাই আমাদের ইচ্ছা অবশ্যই থাকবে তাঁদের ছিটকে দেওয়ার, কারণ ওরা নিজের দিনে সেরা। বর্তমানে টি২০ ফরম্যাটের সেরা দলগুলির মধ্যে অন্যতম ইংল্যান্ড’ । অজি পেসারের এই মন্তব্যের পরই গুঞ্জন শুরু হয়, তাহলে কি স্কটল্যান্ডকে জিতিয়ে দিয়ে চিরপ্রতিদ্বন্দী ইংল্যান্ডকে প্রতিযোগিতা থেকে বের করে দেওয়া চেষ্টা করতে পারে অস্ট্রেলিয়া? এই নিয়েই এবার মুখ খুললেন ইংল্যান্ড কোচ।
আরও পড়ুন-বিদায় শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের, কামব্যাক ইংরেজদের, একঝলকে গ্রুপের পয়েন্ট টেবিল
ইংল্যান্ডের কোচ ম্যাথিউ মট অবশ্য মনে করছেন, একান্তই মজার ছলে এই মন্তব্য করেছেন হেজেলউড। ফিল সল্টদের হেডস্যার বলছেন, ‘সত্যি কথা বলতে কি, আমি হেজেলউডের মন্তব্যের বিষয় শুনতে পেয়েছি। এসব তো আমাদের হাতে নেই, তবে যতটা আমি হেজেলউডকে চিনি আমি জানি ও খুব সৎ। নিজের একটা ব্যক্তিগত রয়েছে। ওর খুব ভালো উপস্থিত বুদ্ধি এবং মশকরা করার প্রবণতা রয়েছে, আশা করছি ও সেটাই করেছে। তাই সেসব নিয়ে ভাবছ ’।
আরও পড়ুন-‘তোমার পরিসংখ্যান তো আমার থেকেও খারাপ’! বাবরকে ফের বিষেদগার শেহজাদের
ইংল্যান্ডের কোচের মতে, অস্ট্রেলিয়া ম্যাচে ভালো খেলতে না পারলেও দল আসতে আসতে সঙ্ঘবদ্ধ হয়েছে অনেক। পরের ম্যাচ জিতে নিজেদের কাজটা সেড়ে রাখতে চলেছে তাঁরা। অস্ট্রেলিয়া দল বর্তমানে ওডিআই বিশ্বচ্যাম্পিয়ন। স্পোর্টিং স্পিরিটেরও একটা বিষয় রয়েছে, ফলে মনে ইংল্যান্ডকে ছিটকে দেওয়ার ইচ্ছা থাকলেও তাঁরা জয়ের মানসিকতা থেকে বেরতে পারবেন না। ফলে স্কটিশদের বিরুদ্ধে অজিরা সহজেই জিতে ইংল্যান্ডের শেষ আটের রাস্তা পরিস্কার করে দেবে, আশা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। শনিবার নামিবিয়ার বিপক্ষে জিতে পয়েন্ট তালিকায় স্কটল্যান্ডের ওপরে উঠতে মুখিয়ে মার্ক উড, ফিল সল্টরা।