ইংল্যান্ডের বিরুদ্ধে হেগলি ওভাল টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে নিউজিল্যান্ড খুব বেশি রান যোগ করতে পারেনি। নবম উইকেটের পতন হয় ৩২৫ রানে, টিম সাউদি ব্যক্তিগত ১৫ রানের মাথায় সাজঘরে ফেরেন। এরপরে উইল ও রুরকিকে নিয়েই লড়েন গ্লেন ফিলিপস। তিনি ব্যক্তিগত ৫৮ রানে অপরাজিত থেকে গেলেও, নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৪৮ রানে।
আরও পড়ুন -তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন…
ব্রুকের শতরানে লড়াইয়ে ইংল্যান্ড-
জবাবে ব্যাট করতে নেমে হ্যারি ব্রুকের অনবদ্য শতরানে পাল্টা নিউজিল্যান্ডের ওপর চাপ তৈরি করে দিল ইংল্যান্ড। অবশ্য ওলি পোপও দুর্দান্ত ইনিংস খেললেন। সেই সুবাদেই পাল্টা লড়াই দিচ্ছে ইংরেজরা। হেগলি ওভালের যা উইকেট, তাতে এই টেস্টে ফয়সলা হবে বলেই মনে হচ্ছে। শুধু তাই নয় এমন স্পোর্টিং উইকেটে ম্যাচে চতুর্থ দিন তো বটেই, পঞ্চম দিনেও গড়াতে পারে। একটা সময় বেশ চাপেই পড়ে গেছিল ইংল্যান্ডের ব্যাটাররা।
ইংল্যান্ডের টপ অর্ডারের ব্যর্থতা ঢাকলেন ব্রুক-
ইংল্যান্ডের এক ওপেনার জ্যাক ক্রলি খাতা না খুলেই সাজঘরে ফিরেছিলেন, তবে আরেক ওপেনার বেন ডাকেট করেন ৪৬ রান। এরপর জেকব বেথেল এবং জো রুট রান না পেলেও খেলা ধরেন হ্যারি ব্রুক। তিনি ৯টি চার এবং দুটি ছয় মেরে নিজের শতরান পূরণ করেন। টিম সাউদিকে চার মেরে নিজের শতরান পূরণ করেন ইংরেজ ব্যাটার।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
ওলি পোপের সঙ্গে ১৫১ রানের পার্টনারশিপ ব্রুকের-
উইকেট ওলি পোপ যোগ্য সংগত দিয়ে করেন ৭৭ রান। হ্যারি ব্রুকের সঙ্গে জুটিতে ১৫১ রান তোলেন ওলি পোপ। এই পার্টনারশিপই খেলা ঘুরিয়ে দেয়। কারণ কিউয়ি বোলারদের চাপে এক সময় কোনঠাসা অবস্থা হয়েছিল ইংল্যান্ডের। মাত্র ৭১ রানের মধ্যেই চার উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। টপ অর্ডারের ব্যর্থতার পর ব্রুক-পোপ জুটিই ইংল্যান্ডের হাল ধরেন। দ্বিতীয় দিনের শেষে ব্রুক অপরাজিত রয়েছেন ১৩২ রানে, ৩৭ রানে খেলছেন বেন স্টোক্স। ইংল্যান্ডের স্কোর দিনের শেষে ৫ উইকেটে ৩১৯।
ব্রুককে দলে নিয়ে দিল্লি ক্যাপিটালস-
সম্প্রতি হ্যারি ব্রুককে ৬.২৫ কোটি টাকায় আইপিএলে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস শিবির। ইংল্যান্ডের হয়ে কম বেশি তিন ফরম্যাটেই খেলা ২৫ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে দিল্লি যে কোনও ভুল করেনি, সেটাই কিউয়িদের মাঠে শতরানের মাধ্যমে বুঝিয়ে দিলেন ব্রুক।