ভারতীয় দলের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটাররা টি২০ সিরিজে অত্যন্ত খারাপ পারফরমেন্স করেছে। বিশেষ করে স্পিনারদের সামলাতে তো হিমসিম অবস্থা হয়েছে তাঁদের। বরুণ চক্রবর্তী পাঁচ ম্যাচের টি২০ সিরিজে একটি ফাইফারসহ ১৪টি উইকেট নেন। ওডিআই সিরিজে বরুণের বিরুদ্ধে অবশ্য ইংল্যান্ডের ব্যাটাররা এতটা ভুগবে না, মনে করছেন প্রাক্তন ইংরেজ তারকা কেভিন পিটারসন।
ওডিআই স্কোয়াডে ঢুকলেন বরুণ-
মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের যে আপডেটেড স্কোয়াড প্রকাশ করা হয়েছে, সেখানে নাম দেখা গেছে বরুণ চক্রবর্তীর। তবে বাদ পড়েছেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে বরুণকে ওডিআই সিরিজে নেওয়া হলেও তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আনা হবে কিনা, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেনয়ি বিসিসিআইয়ের নির্বাচকরা।
বরুণের স্পিন নিয়ে বড় বার্তা কেপির-
বরুণের স্পিন ঘূর্ণিতে জুজু দেখা ইংরেজ ব্যাটাররা অবশ্য ওডিআই সিরিজে আতঙ্ক কাটিয়ে উঠবে বলেই মনে করছেন পিটারসন। কেপি বলছেন, ‘একদিনের ফরম্যাটে ব্যাটাররা যেহেতু উইকেটে বেশি সময় কাটাতে পারবে, আর বরুণ বিরুদ্ধে সেট হওয়ার সময় পাবে, তাই ইংরেজ ব্যাটাররা ভালোই খেলবে। এটা দীর্ঘ ফরম্যাটের ক্রিকেট। প্রত্যেকটা বলই একটা একটা ইভেন্ট নয়। তবে ওকে দলে নেওয়াটা ভারতের ভালো সিদ্ধান্ত ’।
রানাকে কনকাসন সাবস্টিটিউট হিসেবে খেলানোয় অখুশি-
হর্ষিত রানাকে পুণেতে খেলানো না হলে, ইংল্যান্ডও সিরিজে সমতা ফেরাতো পারত বলেই মনে করছেন পিটারসন। তাঁর কথায়, ‘ইংল্যান্ডের দিক থেকে দেখলে এই হারটা অত্যন্ত লজ্জার। চতুর্থ টি২০ ম্যাচে কনকাসন সাবস্টিটিউটটা যদি ঠিকঠাকভাবে বেছে নেওয়া হত, তাহলে হয়ত ইংল্যান্ড সিরিজে সমতায় ফিরতেও পারত। সেক্ষেত্রে ওয়াংখেড়েতে সিরিজ ২-২ রেখে শুরু করতে পারব ইংল্যান্ড ’।
অভিষেকের প্রশংসায় কেপি-
পিটারসন প্রশংসা করেছেন অভিষেকের ধুন্ধুমার ইনিংসেরও। তাঁর কথায়, ‘অভিষেক দুর্দান্ত খেলেছে। ওর মধ্যে একটা ব্যাপার আছে। যুবরাজ নিজেই অভিষেককে তৈরি করছে। ও খুবই ভালো ব্যাটিং করছে। আমার দেখা এটা সেরা টি২০ আন্তর্জাতিক ইনিংস। আমি ওকে সেটা বলেওছি পরে। সহজেই ও এই ইনিংসটা খেলেছিল। কোনও ভুল ভাল শট খেলেনি, খুব সুন্দর স্ট্রোক প্লে করতে দেখা গেছে ওকে। কোনও রিভার্স সুইপও মারেন। একদম পারফেকশন যাকে বলে ’।