ভাঙাচোরা দল। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছিল। সামনেই আরও একটা ৫০ ওভারের টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অপেক্ষা করে আছে। তারপরও রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ভারতে এসে ইংল্যান্ড কার্যত অনুশীলনই করেনি বলে একটি মহলের তরফে দাবি করা হল। আর ভারতের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পরে তা নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের রোষের মুখ পড়লেন জোস বাটলাররা। বুধবার আমদাবাদে তৃতীয় একদিনের ম্যাচের মধ্যেই ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী বলেন, ‘আমি যা শুনেছি, পুরো সফরের সময় একটি মাত্র নেট সেশন করেছে ইংল্যান্ড। আপনি যদি কঠোর পরিশ্রম না করেন, তাহলে আপনার উন্নতি হবে না।’
ভারতের কাছে দুরমুশ হয়ে গিয়েছে ইংল্যান্ড
আর শাস্ত্রী যেদিন সেই কথাগুলো বলেছেন, সেদিন ভারতের বিরুদ্ধে ১৪২ রানে দুরমুশ হয়ে গিয়েছে ইংল্যান্ড। আমদাবাদে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রান তোলে। জবাবে ৩৪.২ ওভারেই ২১৪ রানে অল-আউট হয়ে যায়। শুধু তাই নয়, তিন ম্যাচের একদিনের সিরিজের একটিতেও জয়ের স্বাদ পায়নি। আর প্রতিটি ম্যাচেই হারের ধরন মোটামুটি একরকম ছিল। শুরুটা ভালো হচ্ছে। তারপর মাঝের ওভারে স্পিনের বিরুদ্ধে ধুঁকছে। উইকেট হারিয়ে ফেলছে।
ম্যাচের আগেরদিন ব্যাটিং না করে গলফ খেলেন ইংরেজ!
সেই রোগটা সারানোর জন্য ইংল্যান্ডের খেলোয়াড়রা কতটা নিজেদের উজাড় করে দিয়েছিলেন, তা নিয়ে সন্দিহান প্রাক্তন ইংরেজ তারকা কেভিন পিটারসেন। বুধবারের ম্যাচে ধারাভাষ্যের মধ্যেই তিনি দাবি করেন, জেকব বেথেলের পরিবর্তে ইংল্যান্ডের দলে যোগ দেওয়া টম ব্যান্টন নাকি ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেরদিন গলফ খেলছিলেন।
পিটারসেনের কথায়, 'দুবাই থেকে দু'ঘণ্টার বিমানে এখানে এসেছিল। গতকাল ও (টম ব্যান্টন) গলফ কোর্সে ছিল। ও ব্যাটিং করেনি। কোথায় সমস্যাটা হচ্ছে? শুরুটা ভালো হচ্ছে। এক উইকেটে ৬০ রান, দু'উইকেটে ৮০ রান। তারপর কী হচ্ছে? ওদের কেউ স্পিন খেলতে পারে না। আর কীভাবে স্পিনের বিরুদ্ধে উন্নতি করবে?'
আরও পড়ুন: ভিডিয়ো: আর্শদীপের বলে ডাকেট আউট হতেই আঙুল দিয়ে মাথার দিকে কী দেখালেন রোহিত?
ম্যাচের মধ্যেই ঘুমাচ্ছিলেন আর্চার
আর সেইসবের মধ্যেই আমেদাবাদে ম্যাচ চলার সময় জোফ্রা আর্চারকে ডাগ-আউটে বসে ঘুমাতে দেখা গিয়েছে। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইংল্যান্ডের ইনিংসের ২৫ তম ওভারের সময় যখন ইংরেজদের ডাগ-আউটের দিকে ক্যামেরা ঘোরানো হয়, তখন দেখা যায় যে আর্চার ঘুমাচ্ছেন। আর ইংরেজদের তারকা পেসারকে খোঁচা দেন শাস্ত্রী। ধারাভাষ্যের সময় শাস্ত্রী বলেন, 'ঘুমানোর ভালো সময়। ইংল্যান্ডের জন্য এবারের সফরটা সেরকমই কেটেছে।'