শ্রীলঙ্কার বিরুদ্ধে ওভাল টেস্টে হারের দিন দু'য়েকের মধ্যেই নতুন সিরিজে মাঠে নেমে পড়ছে ইংল্যান্ড। বুধবার শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-২০ সিরিজ। সাউদাম্পটনে খেলা হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ।
মঙ্গলবার, অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের আগের দিনই ইংল্যান্ড তাদের প্রথম একাদশ ঘোষণা করে দেয়। ব্রিটিশদের প্লেয়িং ইলেভেনে রয়েছে রীতিমতো চমক। কেননা এই ম্যাচে একসঙ্গে তিনজন ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আত্মপ্রকাশ করছেন।
কেন্টের ২৩ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার জর্ডন কক্স এই প্রথমবার ডাক পেয়েছেন জাতীয় দলে। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচ দিয়ে তাঁর আন্তর্জাতিক অভিষেক হচ্ছে। ওয়ারউইকশায়ারের ২০ বছরের ব্যাটিং অল-রাউন্ডার জেকব বেথেলেরও আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হবে এই ম্যাচেই।
এছাড়া ইতিমধ্যেই ইংল্যান্ডের হয়ে ১টি টেস্ট খেলা সারের পেসার অল-রাউন্ডার জেমি ওভার্টন প্রথমবার ইংল্যান্ডের টি-২০ জার্সি গায়ে চাপাবেন অস্ট্রলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে। চোটের জন্য স্কোয়াড থেকে ছিটকে যাওয়া জোস বাটলারের জায়গায় ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন নাইট তারকা ফিল সল্ট।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০'র জন্য ইংল্যান্ডের প্রথম একাদশ
ফিল সল্ট (ক্যাপ্টেন), উইল জ্যাকস, জর্ডন কক্স, লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, স্যাম কারান, জেমি ওভার্টন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ ও রিস টপলি।
১১ সেপ্টেম্বর সাউদাম্পটনে শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ। ১৩ ও ১৫ সেপ্টেম্বর খেলা হবে ৩ ম্যাচের টি-২০ সিরিজের বাকি ২টি ম্যাচ। এই ২টি ম্যাচ খেলা হবে যথাক্রমে সোফিয়া গার্ডেন ও ওল্ড ট্র্যাফোর্ডে।
তিন ম্যাচের টি-২০ সিরিজের পরে ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ১৯ সেপ্টেম্বর ট্রেন্ট ব্রিজে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ। ২৯ সেপ্টেম্বর সিট ইউনিক স্টেডিয়ামে খেলা হবে টুর্নামেন্টের পঞ্চম তথা শেষ ওয়ান ডে।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের সূচি
প্রথম টি-২০: ১১ সেপ্টেম্বর (সাউদাম্পটন)।
দ্বিতীয় টি-২০: ১৩ সেপ্টেম্বর (কার্ডিফ)।
তৃতীয় টি-২০: ১৫ সেপ্টেম্বর (ম্যাঞ্চেস্টার)।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের সূচি
প্রথম ওয়ান ডে: ১৯ সেপ্টেম্বর (নটিংহ্যাম)।
দ্বিতীয় ওয়ান ডে: ২১ সেপ্টেম্বর (লিডস)।
তৃতীয় ওয়ান ডে: ২৪ সেপ্টেম্বর (চেস্টার লে স্ট্রিট)।
চতুর্থ ওয়ান ডে: ২৭ সেপ্টেম্বর (লর্ডস)।
পঞ্চম ওয়ান ডে: ২৯ সেপ্টেম্বর (ব্রিস্টল)।