খারাপ সময় কত রকমে হয়, সেটাই যেন প্রমাণ করলেন ইংল্যান্ডের পেসার রিস টোপলি। এমনিতেই তাঁর পারফরমেন্স চলতি বছরে খুব একটা ভালো নয়। আইপিএলে তো একেবারেই নজর কাড়তে পারেননি। জাতীয় দলের হয়ে খেললেও তেমন চোখে লাগার মতো পারফরমেন্সও নেই তাঁর। এবার তিনি চোট পাওয়ার পর ঘটালেন বিরল কাণ্ড। চেয়ার ভাঙতে গিয়ে শাস্তির মুখে পড়লেন তিনি।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
চেয়ার ভেঙে শাস্তির মুখে ইংরেজ ক্রিকেটার-
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচ চলাকালীন অদ্ভুত কাণ্ড ঘটালেন ইংল্যান্ডের জোরে বোলার রিস টোপলি। আরসিবির হয়ে খেলা এই জোরে বোলার হাঁটুতে চোট পেয়েছিলেন। এরপর আর বল করতে পারেননি। ফিলছিলেন সাজঘরে। তখনই রাগের বসে সাজঘরের বাইরে থাকা চেয়ারগুলো ভাঙতে থাকেন তিনি। এরপর আইসিসির শাস্তিও পেলেন রিস টোপলি।
শাস্তির মুখে রিস টোপলি-
বার্বাদোসে প্রথম ম্যাচে ল্যাঙ্কাশায়ারের এই বোলার হাঁটুতে চোট পান বল করতে গিয়ে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তিনি বোলিং করার চেষ্টা করলেও তাতে খুব একটা লাভ হয়নি, কারণ খুব বেশিক্ষণ তিনি বোলিং করতে পারেননি। ব্যাথায় কাবু হয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। চোটের পর মাত্র এক বল করেই তিনি মাঠ ছাড়েন। এরই মধ্যে ঘটান বিতর্ক।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
সিঁড়িতে থাকা চেয়ারে আঘাত-
স্টেডিয়ামের প্যাভিলিয়নে ফেরার পথে চেয়ার তুলে নিয়ে সিঁড়িতে মারতে থাকেন রিস টোপলি। এর জেরে আইসিসির লেভেল অফ কনডাক্টের ১ পর্যায়ের শাস্তি পেলেন তিনি। আর্টিকেল ২.২ ধারা অনুযায়ী রিস টোপলিকে ১টি ডিরেমিট পয়েন্ট দেওয়া হয়। এরপর তাঁর ১৫ শতাংশ ম্যাচ ফি কাটা যায়। তিনি যেহেতু ম্যাচ রেফারির কাছে নিজেই নিজের ভুল স্বীকার করে নিয়েছিলেন, ফলে তাঁর শাস্তির জন্য আর শুনানির প্রয়োজন হয়নি।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
আইসিসির ২.২-এর ধারা-
আর্টিকেল ২.২ ধারা অনুযায়ী ক্রিকেট মাঠের কোনও সরঞ্জাম নষ্ট করলে শাস্তি দেওয়ার নিয়ম রয়েছে। সেই নিয়মেই শাস্তি পেলেন ইংল্যান্ডের ৩০ বছর বয়সী পেসার। দুই বছরে যদি কোনও ক্রিকেটার চারটি ডিমেরিট পয়েন্ট পায়, সেক্ষেত্রে সেই ক্রিকেটারকে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়। মুম্বইতে গত বছর বিশ্বকাপের সময়ও চেয়ারে ধাক্কা পেয়ে নিজের আঙুলে চোট পেয়ে গোটা প্রতিযোগিতা থেকেই ছিটকে গেছিলেন রিস।