অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি সীমিত ওভারের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড। টি-২০ ও ওয়ান ডে সিরিজের স্কোয়াডে রয়েছে রীতিমতো চমক। ১৫ জনের টি-২০ স্কোয়াডে রয়েছেন ৫ জন নতুন মুখ।
এসেক্সের ব্যাটার জর্ডন কক্স, ওয়ারউইকশায়ারের জেকব বেথেল ও ড্যান মাউসলি, লেস্টারশায়ারের পেসার জোশ হাল ও হ্যাম্পশায়ারের পেসার জন টার্নার প্রথমবার ডার পেয়েছেন ইংল্যান্ডের টি-২০ স্কোয়াডে। জোশ হাল অবশ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের শেষ ২টি ম্যাচের জন্য ইংল্যান্ডের স্কোয়াডে মাথা গলিয়ে দিয়েছেন। তিনি মার্ক উডের পরিবর্ত হিসেবে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন। তিন মাসের নির্বাসন কাটিয়ে ইংল্যান্ড স্কোয়াডে ফিরেছেন ডারহ্যামের ব্রাইডন কার্স।
ইংল্যান্ডের টি-২০ স্কোয়াডে জায়গা হয়নি জনি বেয়ারস্টো, মইন আলি, ক্রিস জর্ডনের। স্কোয়াডে নাম নেই টম হার্টলি ও রেহান আহমেদের। চোটের জন্য বিবেচিত হয়নি মার্ক উডের নাম। সুতরাং বলাই যায় যে, বিশ্বকাপের ব্যর্থতার পরে ইংল্যান্ডের টি-২০ স্কোয়াডে দেখা গেল ঢালাও বদল।
বর্তমান টেস্ট স্কোয়াডের গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ম্যাথিউ পটস ও জেমি স্মিথ ওয়ান ডে স্কোয়াডে জায়গা পেয়েছেন। ওয়ান ডে স্কোয়াডেও প্রথমবারের মতো ডাক পেয়েছেন জোশ হাল, বেথেল ও টার্নার। যথারীতি ২টি সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন জোস বাটলার।
১১ সেপ্টেম্বর সাউদাম্পটনে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ। ১৩ ও ১৫ সেপ্টেম্বর খেলা হবে ৩ ম্যাচের টি-২০ সিরিজের বাকি ২টি ম্যাচ। এই ২টি ম্যাচ খেলা হবে সোফিয়া গার্ডেন ও ওল্ড ট্র্যাফোর্ডে। ১৯ সেপ্টেম্বর ট্রেন্ট ব্রিজে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ। ২৯ সেপ্টেম্বর সিট ইউনিক স্টেডিয়ামে খেলা হবে টুর্নামেন্টের পঞ্চম তথা শেষ ওয়ান ডে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের ইংল্যান্ড স্কোয়াড
জোস বাটলার (ক্যাপ্টেন), জোফ্রা আর্চার, জেকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডন কক্স, স্যাম কারান, জোস হাল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, শাকিব মাহমুদ, ড্যান মাউসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও জন টার্নার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ইংল্যান্ড স্কোয়াড
জোস বাটলার (ক্যাপ্টেন), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জোশ হাল, উইল জ্যাকস, ম্যাথিউ পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিস টপলি ও জন টার্নার।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের সূচি
প্রথম টি-২০: ১১ সেপ্টেম্বর (সাউদাম্পটন)।
দ্বিতীয় টি-২০: ১৩ সেপ্টেম্বর (কার্ডিফ)।
তৃতীয় টি-২০: ১৫ সেপ্টেম্বর (ম্যাঞ্চেস্টার)।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের সূচি
প্রথম ওয়ান ডে: ১৯ সেপ্টেম্বর (নটিংহ্যাম)।
দ্বিতীয় ওয়ান ডে: ২১ সেপ্টেম্বর (লিডস)।
তৃতীয় ওয়ান ডে: ২৪ সেপ্টেম্বর (চেস্টার লে স্ট্রিট)।
চতুর্থ ওয়ান ডে: ২৭ সেপ্টেম্বর (লর্ডস)।
পঞ্চম ওয়ান ডে: ২৯ সেপ্টেম্বর (ব্রিস্টল)।