কে বলেছে টেস্ট ক্রিকেটকে ঘিরে উন্মাদনা কমছে? অন্তত ভারত-ইংল্যান্ড সিরিজের দিকে নজর দিলে সেটা মনে হবে না। প্রায় ২০০ দিন আগেই বিক্রি হয়ে গেল বার্মিংহ্যাম টেস্টের প্রথম ৪ দিনের সব টিকিট। আগামী বছর ইংল্যান্ড সফরে যাবে ভারত। ২ জুলাই থেকে বার্মিংহ্যামে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। নতুন বছর পড়ার আগেই ক্রিকেট প্রেমীদের মধ্যে এই সিরিজকে ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। যার ফল স্বরূপ ২০২৪-এর ডিসেম্বরে দাঁড়িয়েই বিক্রি গেছে সব টিকিট। প্রথমবার কোনও নন অ্যাশেজ টেস্ট ঘিরে এরকম ছবি ধরা পড়ল। বর্তমানে টেস্ট ঘিরে নতুন করে উন্মাদনা দেখা যাচ্ছে সমর্থকদের মধ্যে। ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ঘিরেও এরকম ছবি ধরা পড়ছে। প্রচুর সংখ্যক মানুষ টেস্ট ক্রিকেট দেখতে মাঠে উপস্থিত হচ্ছে।
আগামী বছরের মাঝামাঝি সময় ইংল্যান্ড সফরে যাবে ভারত। তার আগে অবশ্য ভারতে আসবে জো রুটরা। এখানে টি-২০ এবং ওডিআই সিরিজ খেলবে। ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ, যা পতৌদি ট্রফি নামে পরিচিত, ২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের ঠিক পরে শুরু হবে। WTC ফাইনাল ১১ জুন অনুষ্ঠিত হবে। আর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২০ জুন লিডস থেকে শুরু হবে। কিন্তু ইতিমধ্যেই বার্মিংহ্যামের এজবাস্টনে অনুষ্ঠিত হতে চলা দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি হয়ে গেছে। শুধুমাত্র পঞ্চম দিনের টিকিট পড়ে আছে। টিকিটের দাম ধার্য করা হয়েছিল ২৫ পাউন্ড থেকে ২৯৯ পাউন্ড, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩ হাজার থেকে ৩২ হাজার টাকা। ১৬ বছরের কম বয়সীদের জন্য টিকিটের দাম ছিল ১০ পাউন্ড।
প্রথমবারের মতো, অ্যাশেজের বাইরে কোনও টেস্টের প্রথম চার দিনের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে, সেটাও আবার ব্লকবাস্টার ম্যাচের সাত মাস আগে। এর আগেও এজবাস্টনে আয়োজিত টেস্ট ঘিরে দর্শকদের মধ্যে বেশ উন্মাদনা লক্ষ্য করা গেছে। সাম্প্রতিক কালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের প্রথম ৩ দিনের টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল এবং অ্যাশেজ টেস্টের প্রথম ৪ দিনের টিকিটও একই ভাবে সোল্ড আউট হয়ে গিয়েছিল। উল্লেখ্য, এর আগে যখন এই ভেন্যুতে ভারত শেষবার টেস্ট ম্যাচ খেলেছিল তখন পরাজিত হয়েছিল। সেই টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। পঞ্চম টেস্টের শেষ সকালে ইংল্যান্ড ৩৭৮ রান তাড়া করে জয় লাভ করেছিল। জো রুট এবং জনি বেয়ারস্টোর সেঞ্চুরির সাহায্যে সফল ভাবে রান তাড়া করে তারা।