England's Oldest Cricket Club Bans Players from Hitting Sixes: আপনি যদি ক্রিকেটের প্রতি অনুরাগী হন তবে আপনি অবশ্যই কোনও না কোনও সময় ক্রিকেট খেলেছেন। বিশেষ করে রাস্তার ক্রিকেট বা গলি ক্রিকেট। এই ক্রিকেট ম্যাচের নিয়মগুলো অনেক আলাদা হয়ে থাকে। যেমন বল যদি ড্রেনে যায় তাহলে আপনি আউট, বল যদি প্রতিবেশী আন্টির বারান্দায় যায় তাহলে ব্যাটসম্যান নতুন বল আনবে বা বাউন্ডারি পার হলে ব্যাটসম্যান আউট... আউট হওয়ার কত নিয়ম রয়েছে।
এর পাশাপাশি থাকে রান করার আলাদা নিয়ম। যেমন কেউ যদি বড় ছক্কা মারে তাহলে সে আউট। নর্দমা বা পুকুরে বল মারলে রান পাওয়া যাবে না.. ইত্যাদি ইত্যাদি। গলি ক্রিকেটে এ রকম অনেক নিয়ম দেখা যায় যা পরিস্থিতি ও সময়ের সঙ্গে বদলাতে থাকে। এই নিয়ম গুলো এক একটা এক এক রকমের হয়ে থাকে। বর্তমানে বিশ্ব ক্রিকেটে এই গলি ক্রিকেটের নিয়মকে দেখা যাচ্ছে। যেখানে ছক্কা মারাতে নিষেধ করা হয়েছে। এই নিয়ম শুরু করেছে ইংল্যান্ডের শতাব্দী প্রাচীন ক্রিকেট ক্লাব। ক্লাবটি ব্যাটসম্যানদের ছক্কা মারাতে নিষিদ্ধ করেছে এবং নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে।
আসলে, ইংল্যান্ডে সাউথউইক এবং শোরহ্যাম ক্রিকেট ক্লাব নামে একটি ২৩৪ বছর পুরনো ক্রিকেট ক্লাব রয়েছে, যা পশ্চিম সাসেক্সে অবস্থিত। এই ক্লাবের একটি মাঠ রয়েছে, যার পাশা প্রচুর জনবসতি রয়েছে। এখান থেকে প্রতিদিনই অভিযোগ আসে কারও বাড়ির কাচ ভেঙেছে বা কারও গাড়ির কাঁচ ভেঙেছে। কখনও শোনা যেত কারও শেড ভেঙে গিয়েছে। বিভিন্ন সময়ে আরও অনেক ক্ষতির অভিযোগ ক্লাবের কাছে আসতে থাকে। এতে ক্লান্ত হয়ে ক্লাবটি ছক্কা মারার নিয়মটাই বদলে ফেলেছে। ক্লাবের তরফ থেকে ছক্কা মারাতে নিষিদ্ধ করা হয়েছে। কারণ বল বাউন্ডারি পেরিয়ে গেলে মানুষ প্রায়ই আহত হয়ে থাকেন।
আরও পড়ুন… মেডেল জয়ে প্রথম ৩০টি দেশের মধ্যে থাকবে না ভারত, অলিম্পিক্স শুরুর আগেই এল উদ্বেগজনক পূর্বাভাস
গলি ক্রিকেটের নিয়ম মেনে নিয়েছে এই ক্রিকেট ক্লাব। তবে এখনও কিছুটা ছাড় দেওয়া হয়েছে। ক্লাব বলছে, এখন থেকে কেউ ছক্কা মারলে তাকে একবার ক্ষমা করা হবে, কিন্তু দ্বিতীয়বার আউট বলে বিবেচিত হবে। এই ক্লাবটি ১৭৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ৮০ বছর বয়সি স্থানীয় বাসিন্দা দ্য টেলিগ্রাফকে বলেছেন, ‘এটি একটি খুব ছোট মাঠ এবং এখানে আসা তরুণদের জায়গা দেওয়া যায় না এবং যতদূর সম্ভব বল মারতে চায়।’
আরও পড়ুন… তিন দিন ধরে আলাদা দ্বীপে রেখে জেরা...বব উলমারের মৃত্যুর পরের ভোগান্তির কথা মনে করলেন পাক প্রাক্তনী
এদিকে ক্লাবের এক খেলোয়াড় বলেছেন, ‘একজন বোলারকে ছক্কা মারা খেলার গৌরবের অংশ। এটাকে আপনি কীভাবে নিষিদ্ধ করতে পারেন? এটা হাস্যকর। এটাকে সরিয়ে দিলে এর আনন্দটাই কেড়ে নেওয়া হল।’ অন্য একজন খেলোয়াড় বলেছেন, ‘আজকাল সবকিছুই স্বাস্থ্য এবং নিরাপত্তার উপর ভিত্তি করে এবং বীমা কোম্পানিগুলি দুর্ঘটনাজনিত ক্ষতি বা দর্শকদের আঘাতের ক্ষেত্রে স্পোর্টস ক্লাবগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিশাল ফি চার্জ করছে।’