'প্রত্যেকেরই সময় আসে'- বিদায়বেলায় ভারতীয় ড্রেসিংরুমে বলে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। বুধবার ব্রিসবেন টেস্টের শেষে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে যখন সতীর্থদের কাছে অশ্বিন আসেন, তখন তাঁকে ভালোবাসায় ভরিয়ে দেন সকলে। অশ্বিনকে জড়িয়ে দেন বিরাট কোহলি, গৌতম গম্ভীর, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্ত-সহ দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা। প্রত্যেকেই আবেগে ভেসে যান। ‘সায়েন্টিস্ট’ যে তাঁদের সঙ্গে আর কোনওদিন আন্তর্জাতিক ম্যাচে খেলবেন না, সেটা যেন মেনে নিতে পারছেন না ভারতীয় দলের ক্রিকেটাররা।
‘প্রত্যেকের সময় আসে’, রোহিতদের সামনে বার্তা অশ্বিনের
আর সেই আবেগ সামলেই নিজের বিদায়ী ভাষণে ভারতের সর্বকালের সেরা অফস্পিনার অশ্বিন বলেন, ‘আমি জানি না যে কীভাবে বলব। টিম হাডলে বলা এর থেকে সহজ কাজ। আমি না দেখালেও এটা আমার কাছে অত্য়ন্ত আবেগপ্রবণ মুহূর্ত। ২০১১-১২ সালে যখন প্রথমবার আমি এখানে এসেছিলাম, তখন আমি ট্রান্সজিশনের সাক্ষী ছিলাম। রাহুল ভাই (রাহুল দ্রাবিড়) ছেড়ে গিয়েছিল। সচিন পাজি (সচিন তেন্ডুলকর) ছেড়ে গিয়েছিল। বিশ্বাস করো, প্রত্যেকের সময় আসে।’
আরও পড়ুন: আমাদের ড্রেসিংরুম ওকে অত্যন্ত সম্মান করে- অশ্বিনের অবসরে অবাক অজি ক্যাপ্টেন কামিন্স
সেইসঙ্গে অশ্বিন বলেন, ‘আর আজ সত্যিই আমার (যাওয়ার) সময়। আমি (এই সফরটা) অত্যন্ত উপভোগ করেছি। বিশেষত গত চার-পাঁচ বছরে দুর্দান্ত বন্ধুত্ব গড়ে উঠেছে। আমি কয়েকজন সতীর্থের সঙ্গ ছেড়ে যাচ্ছি, যাদের সঙ্গে আমি কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছি। গত চার বছরের মধ্যে প্রতিটি বছরে আমি অনুভব করেছি যে আমি ওদের সঙ্গে সম্পর্কের কতটা মূল্য দিয়েছি আর খেলোয়াড় হিসেবে ওদের মূল্য দিয়েছি। দুর্দান্ত সময় কেটেছে।’
ভারতে ফিরছেন অশ্বিন, থাকবেন না মেলবোর্নে
অশ্বিন জানিয়ে দেন যে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের সময় অস্ট্রেলিয়ায় থাকবেন না। তিনি দেশে ফিরে যাবেন। যে মেলবোর্ন টেস্টে ২০২০-২১ সালের সফরে দুর্দান্ত খেলেছিলেন। সিডনিতে তো পিঠে ব্যথা নিয়ে সেই অবিশ্বাস্য ইনিংসটা ভারতীয় ক্রিকেটের লোকগাঁথায় চিরকালের মতো ঠাঁই পেয়ে গিয়েছে। অথচ এবার সেই দুটি টেস্টেই খেলবেন না অশ্বিন।
‘তোমাদের প্রত্যেকের পারফরম্যান্সের দিকে নজর রাখব’
ভারতের তারকা অফস্পিনার বলেন, আমি দেশে ফেরার বিমান ধরব। কিন্তু মেলবোর্নে তোমরা খেলবে, সেটা দেখব আমি। আমার মধ্যে থাকা ক্রিকেটার, ভারতীয় , আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আমার যাত্রাটা হয়তো শেষ হয়ে গেল। কিন্তু আমার মধ্যে থাকা ক্রিকেট ভক্তের বিষয়টা চিরকাল থেকে যাবে। সেটায় কোনওদিনও ইতি পড়বে না। তোমাদের প্রত্যেকের পারফরম্যান্সের দিকে নজর রাখব। অল দ্য বেস্ট। তোমাদের যদি কিছু লাগে, তাহলে আমায় ফোন করতে পারো। একটা ফোন করলেই আমায় পাবে।'
আর সেই বিদায়ী ভাষণের পরে কেক কাটেন অশ্বিন। তাঁকে কেক খাইয়ে দেন রোহিত। সেইসময় অশ্বিনকে ‘স্যালুট’ করেন মহম্মদ সিরাজ। যিনি আবার ডিএসপিও বটে। বাকিরাও অশ্বিনকে জড়িয়ে ধরে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান।