ধ্রুব জুরেল কি সত্যিই রান আউট ছিলেন? আরও একবার তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন পেসার মিচেল ম্যাকক্লেনাঘান এই নিয়ে সরব হয়েছেন। বুধবার ২০২৪ আইপিএলের এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে রাজস্থান রয়্যালসের ধ্রুব জুরলের আউট নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।
ঘটনাটি কী?
রাজস্থানের ইনিংসের ১৩.১ ওভারে ঘটনাটি ঘটে। ক্যামেরন গ্রিন বল করতে এসেছিলেন। রিয়ান পরাগ ছিলেন স্ট্রাইকে। প্রথম বলেউ শট নিয়ে রানের জন্য দৌড়ান রিয়ান। অন্য দিকে ধ্রুব জুরেল নন-স্ট্রাইকার এন্ড থেকে দৌড়ান। প্রথম রানটা সহজেই নিয়ে নেন তাঁরা। এর পর দ্বিতীয় রান নিতে গেলে, ঘটে বিপত্তি। ডিপ মিড-উইকেটে বলটিকে ধরে ফেলেন বিরাট কোহলি। ধরেই তিনি নন-স্ট্রাইকার এন্ডের দিকে ছুঁড়ে দেন।
আরও পড়ুন: RCB ছিটকে যেতেই বড় রেকর্ড কোহলির, ভাঙলেন ১২ বছর আগের গেইলের নজির
কোহলির ছোঁড়া বল ধরে তৎক্ষণাৎ উইকেটে ছোঁয়ান ক্যামেরন গ্রিন। তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্তের জন্য গেলে দেখা যায়, ধ্রুব জুরেল ডাইভ দিয়ে ক্রিজের ভিতরে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করলেও, তিনি কয়েক ইঞ্চি ক্রিজের বাইরে থেকে যান।
আরও পড়ুন: প্রত্যেকেই নিজেদের দায়িত্ব দারুণ ভাবে পালন করেছে- KKR-এর সাফল্যে টিম গেমের স্তুতি শ্রেয়সের মুখে
তবে মনে হয়েছে, গ্রিনের হাত যখন উইকেটে স্পর্শ করছে, সেই সময়ে তাঁর হাত থেকে বলটা বেরিয়ে যাচ্ছে। গ্রিনের হাত উইকেটে লাগলেও, সেই সময়ে বল তাঁর হাতে ছিল না বলেই মনে হয়েছে। স্বাভাবিক ভাবেই জটিলতা তৈরি হয়েছে জুরেলের রান আউট ঘিরে!
সরব হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তনী
ম্যাকক্লেনাঘান এই আউট নিয়ে প্রশ্ন তুলেছেন নিজের এক্স হ্যান্ডলে। তিনি দাবি করেছেন, ক্যামেরন গ্রিনের হাতে বল না থাকা সত্ত্বেও, রান আউট দেওয়া হয়েছে জুরেলকে। তিনি লিখেছেন, ‘জানতাম যে, রান আউটের জন্য বল হাতে রাখতে হবে... নিয়ম কি পরিবর্তন হয়েছে?’
পাশাপাশি তিনি ক্রিকেটের নিয়মাবলীর একটি ছবিও পোস্ট করেছেন। যেখানে বলা হয়েছে, ‘যদি স্টাম্পের উপর থেকে একটি বেইল সম্পূর্ণ ভাবে পড়ে যায়, বা একটি স্টাম্পকে একজন ফিল্ডার তাঁর হাত বা বাহু দিয়ে ফেলে দেন, তবে উইকেট স্বাভাবিক নিয়মে ভেঙে যায়। তবে এই শর্তে ভাঙবে, যদি বলটি তাঁর হাতে সেই সময়ে ধরে রাখা হয়।’
ম্যাচ হারল আরসিবি
যাইহোক এই রান আউটের ফলে অবশ্য সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের জয় আটকায়নি। তারা বুধবার এলিমিনেটরের ম্যাচ ৬ বল বাকি থাকতে, চার উইকেটে জিতে নেয় তারা। টস হেরে আরসিবি প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রান করেছিল। সেই রান তাড়া করতে নেমে ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ করে ফেলে রাজস্থান। এবার শুক্রবার (২৪ মে) কোয়ালিফায়ার-টু-তে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রাজস্থান।