বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে ভালো খবর বাংলার জন্য। গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরণকে পেতে চলেছে তারা। বর্ডার গাভাসকর ট্রফির জন্য ভারতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে এবারও জাতীয় দলের হয়ে অভিষেক হল না তাঁর। সোমবারই অস্ট্রেলিয়া থেকে রওনা দিয়েছেন তিনি। মঙ্গলবার বরোদায় দলের সঙ্গে যোগ দেবেন অভিমন্যু। অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করে আসছিলেন তিনি। ভালো ফর্মে দেখাচ্ছিল তাঁকে। এরকম একজন ক্রিকেটারকে গুরুত্বপূর্ণ ম্যাচে দলে পাওয়া অবশ্যই বড় অ্যাডভান্টেজ বাংলার জন্য। এই মুহূর্তে বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন শামি-মুকেশরা।
চলতি বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স করছে বাংলা। তবে নক আউটের মতো গুরুত্বপূর্ণ পর্যায়ে অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি নিঃসন্দেহে বড় পার্থক্য গড়তে পারে। বর্ডার গাভাসকর ট্রফিতে এক ম্যাচেও না খেলতে পারায় ব্যাট হাতে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে অভিমন্যু ঈশ্বরণ নিজেও। তাঁর ফিরে আসায় বেশ স্বস্তিতে কোচ লক্ষ্মীরতন শুক্লও। আগেই পিঠের চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন আকাশদীপ। অস্ট্রেলিয়া সফরের জন্য ডাক পেয়েছিলেন তিনিও। খেলেও ছিলেন টেস্টে। তবে সিডনি টেস্টের আগে চোট পান তিনি। এছাড়াও অস্ত্রোপচারের কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে শাহবাজ আহমেদকে। অভিমন্যু ফিরে আসায় বাংলার ব্যাটিং শক্তি যে বৃদ্ধি পাবে তা স্বীকার করেছেন কোচ নিজেও।
লক্ষ্মীরতন শুক্ল বলেন, ‘অভিমন্যু বাংলার সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম। ওর অসাধারণ ব্যাটিং দক্ষতা রয়েছে। যা একদিনের ক্রিকেটের পক্ষে একেবারে উপযুক্ত। আমার অধীনে ও অনেক ম্যাচ খেলেছে। দলকে অনেক ম্যাচে জয় এনে দিয়েছে। আশা করছি হরিয়ানার বিরুদ্ধে সেরকমই কিছু করবে। ওর মতো ক্রিকেটার দলে থাকলে তা শক্তি বৃদ্ধি করতে বাধ্য। কিন্তু আকাশদীপকে না পাওয়াটা এক বড় ধাক্কা। তিন পেসার থাকলে বাড়তি সুবিধা থাকত।’ অন্যদিকে উদ্বেগ রয়েছে বাংলার অপর পেসার মুকেশ কুমারকে নিয়েও। জানা যাচ্ছে, ঘাড়ে যন্ত্রণা রয়েছে তাঁর। বৃহস্পতিবারের ম্যাচে খেলবেন কিনা মুকেশ তা নিয়ে প্রশ্ন রয়েছে। বাংলার কোচ তাঁকে নিয়ে বলেছেন, ‘চিকিৎসকরা নজর রাখছে, ওকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবেন।’
অন্যদিকে অভিমন্যু দলে ফিরলে তিনি কত নম্বরে ব্যাট করবেন তা নিয়েও প্রশ্ন রয়েছে। অভিমন্যুর জায়গায় ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। এখন দলে ফিরলে কী অভিমন্যুকে স্থান পরিবর্তন করতে হবে ? এই বিষয়ে অবশ্য লক্ষ্মীরতন শুক্ল জানিয়েছেন, পিচ দেখার পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।