এসএ-২০ ২০২৫ থেকে বিদায় নেওয়ার আগে দুর্দান্ত ফিল্ডিংয়ের নমুনা পেশ করলেন ফ্যাফ ডু'প্লেসি। টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ উপহার দেন জো'বার্গ সুপার কিংসের ক্যাপ্টেন। বুধবার সানরাইজার্স ইস্টার্ন কেপের ওপেনার ডেভিড বেডিংহ্যামকে ফেরাতে যে ক্যাচটি ধরেন ডু'প্লেসি, তাকে এককথায় অবিশ্বাস্য বলতেই হয়।
সেঞ্চুরিয়নে এসএ-২০'র এলিমিনেটরে টস জিতে সানরাইজার্স ইস্টার্ন কেপকে শুরুতে ব্যাট করতে পাঠায় জো'বার্গ সুপার কিংস। টনি ডি'জর্জিকে নিয়ে ওপেন করতে নামেন বেডিংহ্যাম। প্রথম ইনিংসের পঞ্চম ওভারে সুপার কিংস বল করতে পাঠায় ইমরান তাহিরকে। ওভারের প্রথম বলেই তাহির সাজঘরে ফেরান বেডিংহ্যামকে। যদিও এই উইকেটটির ক্ষেত্রে বোলার তাহিরের থেকে ফিল্ডার ডু'প্লেসির কৃতিত্ব প্রাপ্য বেশি।
৪.১ ওভারে তাহিরের বলে জোরালো কভার ড্রাইভ মারেন বেডিংহ্যাম। যদিও বল হাওয়ায় ভেসে যায়। বৃত্তের ভিতরে ফিল্ডিং করছিলেন সুপার কিংসের ক্যাপ্টেন ডু'প্লেসি। বল তাঁর বাঁ-দিক দিয়ে উড়ে যাচ্ছিল। মাথার অনেকটা উপরেও ছিল বল। ডু'প্লেসি মুহূর্তে শরীর ছুঁড়ে শূন্যে ওড়া অবস্থায় বল তালুবন্দি করেন। ফলে ব্যক্তিগত ২৭ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরতে হয় বেডিংহ্যামকে।
এলিমিনেটরে হার সুপার কিংসের
বুধবার এসএ-২০'র এলিমিনেটরে হেরে টুর্নামেন্ট থেকে ছিকটে যায় ফ্যাফ ডু'প্লেসির নেতৃত্বাধীন জো'বার্গ সুপার কিংস। ডু'প্লেসিদের হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করে গত দু'বারের চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ। শুরুতে ব্যাট করে সাইরাইজার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
লড়াকু হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন এডেন মার্করাম। তিনি ৪০ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। মারেন ৫টি চার ও ২টি ছক্কা। সুপার কিংসের হয়ে ৪ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট নেন ইমরান তাহির।
জবাবে ব্যাট করতে নেমে জো'বার্গ সুপার কিংস ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫২ রানে আটকে যায়। ৩২ রানে ম্যাচ হেরে এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নেন ডু'প্লেসিরা। জনি বেয়ারস্টো দলের হয়ে সব থেকে বেশি ৩৭ রান করেন। ১৭ বলের ঝোড়ো ইনিংসে তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন।
ফ্যাফ ডু'প্লেসি ১৯ রানের যোগদান রাখেন। সানরাইজার্সের হয়ে ৪ ওভারে ২০ রানের বিনিময়ে একজোড়া উইকেট নেন ক্রেগ ওভার্টন। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সানরাইজার্স দলনায়ক এডেন মার্করাম।