আবু ধাবি টি১০ প্রতিযোগিতায় দুরন্ত ক্যাচ নিয়ে শিরোনামে দঃ আফ্রিকার ক্রিকেটার ফ্যাফ ডুপ্লেসিস। দিল্লি বুলস বনাম মরিসভিলে সাম্প আর্মির ম্যাচে ফ্যাফ দুপ্লেসিস দুরন্ত ক্যাচ নিলেন, মাঠে উপস্থিত দর্শকরা তো বটেই। মাঠের মধ্যে থাকা ক্রিকেটাররাও অবাক হয়ে গেলেন দঃ আফ্রিকার প্রাক্তন অধিনায়কের অনবদ্য ফিটনেস দেখে।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
সোমবার আরব আমিরশাহির শেখ জায়েদ স্টেডিয়ামে কোয়ালিফায়ার ২ ম্যাচ ছিল। সেখানেই দিল্লি বুলসের হয়ে খেলছিলেন ফ্যাফ ডুপ্লেসিস। সেখানেই পাকিস্তানের ক্রিকেটার শাদাব খান, এক্সট্রা কভারের ওপর থেকে একটি শট খেলতে যান, তখনই ফ্যাফ দুপ্লেসিস নিজের ফিটনেসের অনবদ্য নিদর্শন রেখে ক্যাচ নিয়ে শাদাবকে সাজঘরে ফেরান।
ঘটনাটি ঘটে, দিল্লি বুলসের ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে। আফগান স্পিনার আমির হামজা বোলিং করছিলেন। তখন শাদাব খান বড় শট খেলতে যান। সেই সময় এক্সট্রা কভারে দাঁড়িয়ে থাকা প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক শরীর ছুঁড়ে দিয়ে পাখীর মতো এক হাতে ক্যাচ নিয়ে শাদাব খানকে সাজঘরে ফেরান। দু বলে ০ রান করে সাজঘরে ফেরেন শাদাব।
আরও পড়ুন - তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন
৪০ বছর বয়সী ফ্যাফ ডুপ্লেসির নেওয়া ক্যাচ দেখে ধারাভাষ্যকররা বলে ওঠেন, এই ক্যাচ যেন ফুটবলের গোলরক্ষকের মতো। টটেনহ্যাম হটস্পার্সের গোলরক্ষক হিসেবেও ফ্যাফকে দেখা যেতে পারে ভবিষ্যৎে, মজা করে বলেন ধারাভাষ্যকাররা। অনবদ্য ক্যাচের পর ফ্যাফের দল মরিসভিলে সাম্প আর্মিই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয়।
মরিসভিলে সাম্প আর্মি টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ১০ ওভারে ৭ উইকেটে ৮৯ রান করে দিল্লি বুলস দল। ইসরু উদানা ৩ উইকেট এবং আমির হামজা জোড়া উইকেট নেন। টিম ডেভিড ১৪ বলে ২৪ রান করেন। ৮ বলে ১৬ রান করেন নিখীল চোধুরি। জবাবে ব্য়াট করতে নেমে ৯.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মরিসভিলে সাম্প আর্মি। ফ্যাফ দুপ্লেসিস এবং চরিথ আসালঙ্কা রান না পেলেও আন্দ্রিস গস ২৩ বলে ৩৮ রান করেন। জ্যাক টেলর ১১ বলে ২৩ রান করে জয়ের রান তুলে নেয়।