মেজর লিগ ক্রিকেটে দুরন্ত জয় পেল টেক্সাস সুপার কিংস। আইপিএলের চেন্নাই সুপার কিংসের ফ্র্য়াঞ্চাইজির এই দল হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্জাইজির দল এমআই নিউ ইয়র্ককে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ভারতীয় মালিকানাধীন দুই দল মুখোমুখি হয়েছিল একে অপরের। আইপিএলের দুই সফলতম দলের বিদেশি ফ্র্যাঞ্চাইজির লড়াই ছিল চোখে লাগার মতো। সেখানে নজর কাড়লেন টেক্সাস সুপার কিংসের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জেতালেন ৪০ বছর বয়সী ফ্যাফ। আরসিবির অধিনায়কের আইপিএল অভিযান খুব একটা ভালো না গেলেও এমএলসি অভিযান বেশ ভালোই গেল, দল কাপ জয় থেকে আর দুধাপ দূরে।
আরও পড়ুন-‘বিরাট সবই জিতেছে, শুধুই একটা জিনিস বাকি’, পাকিস্তানে কোহলিকে খেলতে দেখতে চান ইউনিস
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৩ রান করে এমআই নিউ ইয়র্ক। মার্কিন জাতীয় দলের দুই ক্রিকেটার রান পেলেন এমআইয়ের হয়ে। শায়ান জাহাঙ্গির করেন ২৩ বলে ২৬ রান। ৪১ বলে ৪৮ রানের ইনিংস খেলেন সদ্য টি২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলানো উইকেটরক্ষক ব্যাটার মোনাঙ্ক প্যাটেল। শেষদিকে ৩০ বলে ৫৫ রানের ঝোড়োর ইনিংস খেলেন আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান। মার্কাস স্টইনিস এবং অ্যারন হার্ডি টেক্সাস সুপার কিংসের হয়ে দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ফ্যাফ ডু প্লেসিসের অনবদ্য ৭১ রান এবং ডেভন কনওয়ের ৫১ রানের ইনিংসে ভর করে ৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টেক্সাস। ওপেনিং পার্টনারশিপেই ১০১ রান তুলে নেয় তাঁরা। তখনই বোঝা গেছিল ম্যাচের ভাগ্য কোনদিকে। তবে কোনও ঝুঁকি নেননি অধিনায়ক ফ্যাফ। নিজে দাঁড়িয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ৪০ বছর বয়সী প্রোটিয়াদের এই প্রাক্তন অধিনায়ক। এরপর অ্যারন হার্ডি নেমে ২২ বলে ৪০ রানের ক্যামিও খেলেন। দুজনই শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ফাইনাল থেকে আর মাত্র এক ধাপ দূরে রইল ডু্ প্লেসিসের টেক্সাস সুপার কিংস দল।
আরও পড়ুন-‘বোলারদের সব সময়ই সাহায্য করে, তবে একটা সিরিজ দিয়ে’…সূর্যকে নিয়ে মন্তব্য অক্ষরের
টেক্সাস জিতলেও আলোচনার মূল বিষয় অবশ্যই ডু প্লেসিসের পারফরমেন্স। মাত্র ৪৭ বলে ৭২ রানের ইনিংসে মারলেন ৬টি চার, তিনটি ছয়। শাসন করলেন ট্রেন্ট বোল্ট, রশিদ খান, রোমারিও শেপার্ড, নোতুষ কেনজিগের মতো বোলারদের, যারা এই মূহূর্তে নিয়মিত আন্তর্জাতিক ক্ষেত্রে বোলিং করেন। আইপিএলে অবশ্য তাঁকে হয়ত আর দলে রাখবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।