আইপিএল ২০২৪-এর সময় গ্যালারিতে আরসিবি সমর্থকদের একটি দাবি কার্যত স্লোগানের রূপ নেয়। চলতি টি-২০ বিশ্বকাপেও শোনা যায় সেই একই কোরাস। 'কোহলি কো বোলিং দো', অর্থাৎ কোহলিকে বোলিং দাও স্লোগানে আইপিএলের সময় প্রতিক্রিয়া দেখান বিরাট। তবে বিশ্বকাপের মঞ্চে তিনি নির্বিকার থাকেন।
এবার নিউ ইয়র্কে ভারত বনাম আমেরিকা ম্যাচের সময় আরও ২টি স্লোগান শোনা যায় বিরাট সমর্থকদের গলায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায় যে, কোহলি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় গ্যালারির একাংশের দর্শকরা সমবেতভাবে চিৎকার করতে থাকেন এই বলে যে, ‘১০ টাকার পেপসি, কোহলি ভাই সেক্সি।’
এমন চিৎকার নিশ্চিতভাবেই কানে যায় কোহলির। তবে পরক্ষণেই গ্যালারির সমবেত চিৎকারে বদলে যায় স্লোগান। এবার দর্শকদের বলতে শোনা যায় যে, ‘দিওয়ালি হো ইয়া হোলি, অনুষ্কা লভস কোহলি। অনুরাগীদের এমন মজাদার সব স্লোগান শুনে ফিল্ডিং করতে করতে না হেসে থাকতে পারেননি বিরাট।
বিরাট কোহলি যদিও চলতি বিশ্বকাপে ব্যাট হাতে নিজেকে যথাযথ মেলে ধরতে পারেননি। ভারতের তিনটি গ্রুপ ম্যাচেই তিনি ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ১ রান করে আউট হন বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। আমেরিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে খাতাই খুলতে পারেননি কোহলি। তিনি গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন:- T20I-তে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট, বুমরাহকে টপকে সেরা তিনে হার্দিক
অর্থাৎ, চলতি টি-২০ বিশ্বকাপের তিন ম্যাচে বিরাটের ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ৫ রান। উল্লেখযোগ্য বিষয় হল, কোহলি জাতীয় দলের হয়ে সচরাচর তিন নম্বরে ব্যাট করলেও বিশ্বকাপে তিনি রোহিতের সঙ্গে ওপেন করছেন। আসলে বিশ্বকাপের আগে আইপিএলে ওপেন করতে নেমে বিস্তর রান সংগ্রহ করেন কোহলি। আরসিবির হয়ে ওপেন করেই কোহলি আইপিএল ২০২৪-এর সর্বোচ্চ রান সংগ্রহকারী হন এবং অরেঞ্জ ক্যাপ জেতেন।
তবে বিশ্বকাপে ওপেন করতে নেমে বিশেষ সুবিধা করতে পারছেন না বিরাট। আশার কথা এই যে, কোহলির ব্যর্থতা ঢেকে দিচ্ছেন সতীর্থরা। কোহলি রান পাননি বলে ভারতের ম্যাচ জিততে বিশেষ অসুবিধা হয়নি। লিগের ৩টি ম্যাচেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। তিনটি লো-স্কোরিং ম্যাচ জিতে ভারত ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের টিকিট নিশ্চিত করেছে। কানাডার বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচটি ভারতের কাছে কার্যত সুপার এইটের প্রস্তুতি ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।