নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হতাশজনক পারফরম্যান্স ভারতের। ৩ ম্যাচের ৩টিই হেরেছে রোহিতরা। অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর সিরিজের আগে তাই বেশ চাপে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে এইভাবে হোয়াইটওয়াশ হওয়ার পর সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে ক্রিকেটারদের নিয়ে। বিশেষ করে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে। তাঁদেরকে রীতিমতো অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন সমর্থকরা। অবশ্য এই ক্ষোভের যথেষ্ট কারণ রয়েছে। রোহিত শর্মা সিরিজের ৩ ম্যাচে মাত্র ৯১ রান করেছেন, গড় ১৫.১৬। সর্বোচ্চ স্কোর ৫২। অন্যদিকে বিরাট কোহলি ৩ ম্যাচে ৯২ রান করেছেন, গড় ১৫.৫০। সর্বোচ্চ স্কোর ৭০, পুণের দ্বিতীয় ইনিংসের সেই রান বাদে বাকি ৫ ইনিংসে মাত্র ২০ করেছেন তিনি।
রোহিত এবং বিরাট নয়, লাগাতার সিরিজে ব্যর্থ হয়েছে ভারতের ব্যাটসম্যানরা। একমাত্র বড় রান দেখা গিয়েছিল বেঙ্গালুরুতে প্রথম টেস্টে। যেখান দ্বিতীয় ইনিংসে সরফরাজ খান ১৫০ রান করেছিলেন। পাশাপাশি ৯৯ রান করেছিলেন ঋষভ পন্তও। দ্বিতীয় ইনিংসে ৪৬২ রান করেছিল টিম ইন্ডিয়া। তবে ওই টেস্টের প্রথম ইনিংসে লজ্জাজনকভাবে ৪৬ রানে অলআউট হয়ে গেছিল ভারত। প্রথম টেস্টে কিউয়ি পেসারদের সামলাতে ব্যর্থ হয় ভারতের ব্যাটাররা, দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে তাদের স্পিনারদের সামনে হার মানেন রোহিত-বিরাটরা। সিরিজ হারের পর দায় স্বীকার করেছেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানান, অধিনায়ক এবং ব্যাটার হিসেবে ঠিক মতো খেলতে পারেননি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন সমর্থকরা। দ্রুত রোহিত-বিরাটকে অবসর নিয়ে খেলা ছাড়ার নির্দেশ দিয়েছেন তাঁরা।
PTI সূত্রে এমনও জানা যাচ্ছে, হয়তো আগামী অস্ট্রেলিয়া সিরিজের পর ৪ সিনিয়র ক্রিকেটারের মধ্যে অন্তত ২ জন খেলা ছেড়ে দিতে পারেন। এই ৪ সিনিয়র ক্রিকেটার হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই BCCI নির্বাচক অজিত আগরকর, হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে এই বিষয়ে একটি আন অফিশিয়াল বৈঠক করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা PTI-কে জানিয়েছেন, ‘এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে যেহেতু সামনে অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে এবং দল ঘোষণা করা হয়ে গেছে তাই আপাতত বিষয়টি সরিয়ে রাখা হচ্ছে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার একটি বড় ধাক্কা ছিল।’ এখন দেখার শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সফর শেষে কী হয়।