২২ মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল ২০২৫। অর্থাৎ মিলিয়ন ডলার ক্রিকেট শুরু হচ্ছে ঠিক দশ দিনের মাথায়। প্রথম ম্যাচেই ইডেন গার্ডেন্সে মহারণ। মুখোমুখি হতে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচের আগে জোরকদমে অনুশীলন শুরু হয়ে গেছে নাইটদের।
আগে ওপেনাররা Not Out থেকে নিজেদের গড় বাড়াত! রোহিতের প্রশংসা করতে গিয়ে কাকে খোঁচা দিলেন অশ্বিন?
বুধবার থেকেই কলকাতায় ইডেন গার্ডেন্সে অনুশীলন শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ওইদিন অনুশীলনের আগে উইকেটে পুজো দিয়ে রীতি মেনে অনুশীলন শুরু করা হয়। চন্দ্রকান্ত পণ্ডিত, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং থেকে আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা উপস্থিত ছিলেন অনুশীলনের সেই পর্বে। যদিও ভারতীয় দল এবং বিদেশি তারকারা কেউ কেউ এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি।
ইডেনে মজার ঘটনা নাইটদের অনুশীলনে
কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনেই ঘটল এক মজাদার ঘটনা। কেকেআর সমর্থকদের কাছে অত্যন্ত প্রিয় তাঁদের লিটল মাস্টার রিঙ্কু সিং। ড্রেসিংরুম হোক বা মাঠের বাইরে ভাঙা ভাঙা ইংরেজি, বরাবরই রিঙ্কু সিং বেশ মজার মানুষ, তাই তাঁকে সতীর্থ থেকে ভক্ত সকলেই ভালোবাসেন। আর ভালোবাসারই প্রমাণ পেলেন তিনি ইডেনে।
অনুশীলন শেষে রিঙ্কুকে ‘ I LOVE YOU’
অনুশীলন শেষের পর নেট থেকে রিঙ্কু সিং ফিরছিলেন ক্লাব হাউসের দিকে। সেখান থেকেই ড্রেসিংরুমে যাবেন আর কি। এরই মধ্যে স্ট্যান্ড থেকে কেকেআরের অনুশীলন দেখতে আসা এক সমর্থক বলে বসলেন, ‘রিঙ্কু আই লাভ ইউ’। শুনেই রিঙ্কু পাল্টা বললেন, ‘আই লাভ ইউ ব্যাক’। এরপর সেই সমর্থক বললেন, ‘ইস বার ভি কাপ হামারা’। শুনে রিঙ্কু বললেন ‘Yeeaahh ’।
AFC Challenge League EBFC vs Arkadag Live- আশা শেষ, আর্কাদাগে ২-১ হার লালহলুদের
২০২৪ আইপিএল ভালো যায়নি রিঙ্কুর-
২০২৩ আইপিএলে নজর কেড়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। ১৪ ম্যাচে করেছিলেন ৪৭৪ রান। যশ দয়ালকে এক ওভারে মেরেছিলেন পাঁচটি ছয়। তবে গতবার আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হলেও রিঙ্কু ব্যাটে তেমন রানের দেখা মেলেনি। তিনি করেন মাত্র ১৬৮ রান। সর্বোচ্চ স্কোর ছিল মাত্র ২৬। এরপর তিনি ভারতের টি২০ বিশ্বকাপের স্কোয়াডেও সুযোগ পাননি। গোটা বছরটাও তাঁর সেরকম ভালো যায়নি। আগামী বছর রয়েছে টি২০ বিশ্বকাপ। তাঁর আগে রিঙ্কু তাই নিশ্চয় চাইবেন আইপিএলে নজরকাড়া কিছু করে দেখাতে, যাতে জাতীয় দলে তাঁর জায়গাও পাকাপাকি হয়ে যায় এবং অন্য ফরম্যাটেও দলে ঢোকার জন্য দরজায় কড়া নাড়তে পারেন।