শেষ হয়েছে দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ। ভারত সি এবং ভারত বি যথাক্রমে ভারত ডি এবং ভারত এ-এর বিরুদ্ধে জয়লাভ করেছে। এই মাসের শেষের দিকে শুরু হতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ, তার আগে নিজেদের ঝালিয়ে নিতে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন অনেক ভারতীয় তারকা ক্রিকেটার। চলতি এই টুর্নামেন্ট নিয়ে নিজের ইনস্ট্রাগ্রামে একটি পোস্ট করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন। ছবিটি ২০০৪ সালের। সেই বছর বিসিসিআই-এর আমন্ত্রণে দলীপ ট্রফিতে অংশ নিয়েছিল ইংল্যান্ড এ। সেই দলের সদস্য ছিলেন পিটারসেন। ছবিতে ইংল্যান্ড এ দলের হয়ে সাদা পোশাকে ব্যাট করতে দেখা যাচ্ছে কেপিকে।
কিছুটা কটাক্ষ করে ইংল্যান্ডের এই কিংবদন্তি ক্রিকেটার ক্যাপশনে লিখেছেন, ‘২০০৪ ভারত ! দলীপ ট্রফিতে খেলছি। আমি যখন প্রথম ভারতের প্রেমে পড়েছিলাম বা বলা ভালো ভারতীয় বোলারদের।’ ইংল্যান্ড টেস্ট দলের হয়ে অভিষেকের আগের তরুণ পিটারসেনের ছবি দেখে ভক্তরা হতবাক হয়ে গিয়েছিলেন। কেউ কেউ অবাক হয়েছিলেন যে কীভাবে একজন বিদেশী ক্রিকেটার দলীপ ট্রফিতে খেলতে পারলেন! ভারতের ঘরোয়া প্রথম-শ্রেণির ক্রিকেটে কিভাবে খেলা সম্ভব! পিটারসেন সেই মরশুমে দলীপ ট্রফিতে ব্যাট হাতে ৩৪৫ রান করেছিলেন। যার মধ্যে দু’টি সেঞ্চুরি ও দু’টি হাফ-সেঞ্চুরি ছিল। কিন্তু ইংল্যান্ড এ গ্রুপ ম্যাচে সাউথ জোন এবং ইস্ট জোনের কাছে হেরে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়। এক বছর পর, লর্ডসে অ্যাশেজ চলাকালীন ২১ জুলাই, ২০০৫-এ ইংল্যান্ডের হয়ে তাঁর টেস্ট অভিষেক হয়।
প্রথম ম্যাচেই তিনি ২টি হাফ সেঞ্চুরি করেছিলেন। কিন্তু সেই ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ২৩৯ রানে হারিয়ে দিয়েছিল। তাঁর অভিষেক টেস্ট সিরিজে পিটারসেন ৫ ম্যাচে ৪৭৩ রান করেছিলেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান কেপিরই ছিল। পিটারসেন ইংল্যান্ডের হয়ে ১০৪টি টেস্ট, ১৩৬টি ওয়ানডে এবং ৩৭টি টি-টোয়েন্টিতে প্রতিনিধিত্ব করেছেন। আন্তর্জাতিক ম্যাচে তিনি মোট ১৩ হাজার ৭৭৯ রান করেছেন, গড় ৪৪.৩০। প্রসঙ্গত, এমএস ধোনি, গৌতম গম্ভীর এবং যুবরাজ সিং-ও সেই বছর দলীপ ট্রফি খেলেছিলেন। ধোনি পূর্ব অঞ্চলের হয়ে এবং যুবরাজ উত্তর অঞ্চলের হয়ে ফাইনালে মুখোমুখি হয়েছিলেন, উভয় ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন তাঁরা।