সোশ্যাল মিডিয়া আসার পর মানুষের জীবন যেমন হয়েছে সহজ, তেমনি একই সঙ্গে দুনিয়াটাও এসে গিয়েছে একেবারে হাতের মুঠোয়। তার কারণ মানুষ তাদের প্রিয়জনের খবর উঠতে বসতেই পাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কখনও তাদের লেখা পোস্টের মাধ্যমে বা কখনো তাদের পোস্ট করা ছবির মাধ্যমে সব সময় নজরে থাকছে মানুষের প্রিয়জনেরা। কিন্তু অনেক সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি জন্ম দেয় বিতর্কের। এর শিকার হয়েছেন বহু সেলিব্রিটি। শুধু সেলিব্রিটি নন, শিকার হতে হয়েছে রাজনৈতিক ব্যক্তিদেরও। এই প্লাটফর্মটাই এমন। এর আগে ক্রিকেট জগতের বহু খেলোয়াড় সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার জন্য বিতর্কের শিকার হয়েছেন। এবার এর শিকার হলেন ভারতীয় টেস্ট ক্রিকেট টিমের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।
সময়টা ছিল ২০১৯। ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যায়। বার্মিংহামে বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়ের দুই দিন আগে এবং লিডসে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কয়েকদিন আগে, ৪ জুলাই ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায় ৫ জন ক্রিকেটার- এমএস ধোনি, জসপ্রীত বুমরাহ, মায়াঙ্ক আগরওয়াল, ঋষভ পন্ত এবং হার্দিক পান্ডিয়া- সেলফি নেয়। ক্যাপশন দেওয়া 'বয়েজ ডে আউট'। সেই ছবি দেখে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহারকারীরা ভাবতে থাকে কার হাত ঋষভ পন্তের কাঁধে? ধোনির হাত স্পষ্ট দেখা যাচ্ছিল যখন বুমরাহর বাম হাত ধোনির কাঁধে ছিল। তাহলে এটা পন্তের উপর কার হাত ছিল?
অবশেষে চার বছর বাদে মুখ খুললেন মায়াঙ্ক আগরওয়াল। তিনি জানালেন, 'বছরের পর বছর গবেষণা, বিতর্ক এবং অগণিত প্রশ্নের পরে, সবাইকে অবশেষে জানতে দিন পন্তের কাঁধে আমার হাত রয়েছে।' ক্যাপশনের নীচে তিনি আবার লিখেও দেন, 'অন্য সমস্ত দাবি ভুল এবং সত্য নয়।'
প্রসঙ্গত, আর কয়েক দিন পর রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া নামবে দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে। তার আগেই জোড় কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে 'মেন ইন ব্লু'। এই মুহূর্তে অত্যন্ত ভালো ফর্মে ভারতীয় ব্যাটার ও বোলাররা। গোটা দেশবাসী আশা করছে এবার বিশ্বকাপ ভারতের কাছেই আসবে। তবে দেখার বিষয় শেষ অবধি এই দল মানুষের স্বপ্ন পূরণ করতে পারে কিনা। বিশেষ করে নজর রয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাটিংয়ের উপর।