সোমবার ICC-র তরফে প্রকাশ করা হয়েছে মহিলাদের ফিউচার ট্যুর প্রোগ্রাম (FTP)। সেখানেই একটি নতুন টুর্নামেন্টের উল্লেখ রয়েছে। সেটি হল মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি। ICC চাইছে প্রতি বছর একটি মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে। তারই অংশ হিসেবে এই নয়া টুর্নামেন্ট সূচনা করার ভাবনা। ২০২৭ সালে প্রথম মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা চলছে। এর আগে পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয়ে আসছিল। এবার মহিলা ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার ভাবনা থেকে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের।
কবে অনুষ্ঠিত হবে এই নয়া প্রতিযোগিতা?
জানা যাচ্ছে, আগামী ২০২৭ সালের জুন-জুলাই মাসে আয়োজন করা হতে পারে মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ৫০ ওভারের নয়, ২০ ওভারের ফরম্যাটে খেলা হবে ম্যাচ। প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেতে চলেছে শ্রীলঙ্কা। মোট ৬টি দল অংশ নেবে ICC মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারা নিজেদের মধ্যে মোট ১৬টি ম্যাচ খেলবে। এই নতুন টুর্নামেন্ট চালুর ফলে ২০২৫-২০২৯ সালের মধ্যে ৫টি ICC টুর্নামেন্ট আয়োজিত হবে - ২টি মহিলা টি-২০ বিশ্বকাপ (২০২৬ ও ২০২৮), ২টি মহিলা ওডিআই বিশ্বকাপ (২০২৫ ও ২০২৯) এবং মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি (২০২৭)। ২০২৯ ওডিআই বিশ্বকাপে দল সংখ্যা ৮ থেকে বাড়িয়ে ১০ করার সিদ্ধান্ত নিয়েছে ICC, যেখানে মোট ৪৮টি ম্যাচ খেলা হবে। যদিও এখনও টুর্নামেন্টের ভেন্যু ঠিক করা হয়নি। অন্যদিকে টি-২০ বিশ্বকাপেও দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ICC। পরবর্তী টি-২০ বিশ্বকাপে ১০-এর পরিবর্তে ১২টি দল অংশ নেবে।
২০ বছর পর টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা
FTP অনুযায়ী মোট ১৫টি মহিলা টেস্ট ম্যাচ খেলা হবে ২০২৫-২৯ সালের মধ্যে। ২০ বছর পর ক্রিকেটের এই ফরম্যাটে কামব্যাক করতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দল। ২০২৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে তাদের। এরপর ২০২৭-এর এপ্রিলে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং ২০২৮-এর ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ শেষ ২০০৩-০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছিল। তারা এখনও পর্যন্ত মাত্র ১২টি টেস্ট ম্যাচ খেলেছে। অন্যদিকে ভারতীয় মহিলা ক্রিকেট দল ২০২৬ সালে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে, ২টি সিরিজই তাদের দেশের বাইরে খেলতে হবে। পরবর্তীতে আবার অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজ রয়েছে তাদের।