রঞ্জি ট্রফিতে মুম্বইকে নেতৃত্ব দিলেও ব্যাট হাতে পরিচিত ছন্দে ছিলেন না অজিঙ্কা রাহানে। তবে আইপিএলের মেগা নিলামে কেকেআর দলে নেওয়ার পরে আক্ষরিক অর্থেই ভোলবদল ঘটে অজিঙ্কার। আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগে সব ফর্ম্যাট মিলিয়ে শেষ ৮টি ইনিংসে অজিঙ্কা রাহানের ব্যক্তিগত সংগ্রহ ছিল যথাক্রমে ২৯, ১২, ৩১, ৩৫, অপরাজিত ৪৮, ০, ১৯ ও ১৩ রান।
আইপিএল ২০২৫-এর মেগা নিলামের পরে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ৬টি ইনিংসে ব্যাট করতে নামেন রাহানে। ৫টি ম্যাচে হাফ-সেঞ্চুরি করেন তিনি। যার মধ্যে ৩টি ইনিংসে নিশ্চিত শতরান হাতছাড়া হয় তাঁর। সব মিলিয়ে চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির ৭টি ইনিংসে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৩২ রান সংগ্রহ করেছেন রাহানে।
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৪-এ অজিঙ্কা রাহানের পারফর্ম্যান্স
১. গোয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৩ রান করে আউট হন রাহানে।
২. মহারাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫২ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন রাহানে।
৩. কেরলের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৬৮ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হন রাহানে।
৪. নাগাল্য়ান্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে ব্যাট করতে নামেননি অজিঙ্কা।
৫. সার্ভিসেসের বিরুদ্ধে পঞ্চম ম্যাচে ওপেন করতে নেমে ৩টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ২২ রান করেন অজিঙ্কা।
৬. অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে ওপেন করতে নেমে নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন রাহানে। তিনি ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
৭. বিদর্ভের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ২৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রাহানে। তিনি ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৮৪ রান করে সাজঘরে ফরেন।
৮. বরোদার বিরুদ্ধে সেমিফাইনালে অজিঙ্কা রাহানে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ২৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি ১১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ৯৮ রান করে মাঠ ছাড়েন।
সুতরাং, জাতীয় টি-২০ টুর্নামেন্টের পারফর্ম্যান্স দিয়ে রাহানে কেকেআরকে আশ্বস্ত করেন বলা যায়। বলা বাহুল্য কেকেআরের নতুন ক্যাপ্টেন হওয়ার দৌড়ে জোরালো দাবি পেশ করেন অজিঙ্কা।