আইপিএলের পরেই জুনে রোহিত শর্মারা ব্যস্ত হয়ে পড়বেন টি-২০ বিশ্বকাপে। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। তবে ভারতের সাধারণ ক্রিকেটপ্রেমীদের জাতীয় দলের লড়াই উপভোগ করার জন্য নিছক টিভির পর্দায় চোখ রখতে হবে না। বরং দেশের মাটিতেই তখন অনুষ্ঠিত হবে হাই-ভোল্টেজ দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ।
জুন-জুলাইয়ে মাল্টি ফর্ম্যাট ক্রিকেট সিরিজ খেলতে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল, এখবর আগেই জানা হয়ে গিয়েছিল ভারতীয় সমর্থকদের। এবার বিসিসিআইয়ের তরফে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট, ওয়ান ডে ও টি-২০ সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়।
জুনের মাঝামাঝি সময়ে রোহিতরা যখন টি-২০ বিশ্বকাপে ঝড় তুলবেন, হরমনপ্রীত কৌররা ঘরের মাঠে লড়াই চালাবেন প্রোটিয়াদের বিরুদ্ধে। ১৩ জুন ওয়ান ডে ফর্ম্যাটের প্রস্তুতি ম্যাচ দিয়ে ভারত সফর শুরু করবে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল। তারা ভারত সফর শেষ করবে ৯ জুলাই সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ দিয়ে।
জুন-জুলাইয়ে বৃষ্টির কথা মাথায় রেখেই অল-ফর্ম্যাট সিরিজের সব ম্যাচ দক্ষিণ ভারতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। একটি প্রস্তুতি ম্যাচ ও ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচ খেলা হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
একমাত্র টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলা হবে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে। উল্লেখ্য, এবছর চিপকেই অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৪-এর ফাইনাল। সুতরাং, আইপিএল ফাইনালের পরে চিপকে টেস্ট খেলতে নামবে ভারতের মহিলা ক্রিকেট দল। টেস্ট ম্যাচটি শুরু হবে ২৮ জুন তারিখে। লড়াই চতুর্থ দিনে গড়ালে খেলা শেষ হবে ১ জুলাই।
ভারত ও দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের মাল্টি ফর্ম্যাট সিরিজের ক্রীড়াসূচি:-
১. দক্ষিণ আফ্রিকা বনাম বোর্ড প্রেসিডেন্ট একাদশ প্রস্তুতি ম্যাচ- ১৩ জুন (বেঙ্গালুরু, দুপুর ১টা ৩০ মিনিট)।
২. প্রথম ওয়ান ডে- ১৬ জুন (বেঙ্গালুরু, দুপুর ১টা ৩০ মিনিট)।
৩. দ্বিতীয় ওয়ান ডে- ১৯ জুন (বেঙ্গালুরু, দুপুর ১টা ৩০ মিনিট)।
৪. তৃতীয় ওয়ান ডে- ২৩ জুন (বেঙ্গালুরু, দুপুর ১টা ৩০ মিনিট)।
৫. একমাত্র টেস্ট- ২৮ জুন থেকে ১ জুলাই (চেন্নাই, সকাল ৯টা ৩০ মিনিট)।
৬. প্রথম টি-২০- ৫ জুলাই (চেন্নাই, সন্ধ্যা ৭টা)।
৭. দ্বিতীয় টি-২০- ৭ জুলাই (চেন্নাই, সন্ধ্যা ৭টা)।
৮. তৃতীয় টি-২০- ৯ জুলাই (চেন্নাই, সন্ধ্যা ৭টা)।