শুভব্রত মুখার্জি:- দীর্ঘদিন হাঁটুর সমস্যায় ভুগেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। ফলে শেষ একটা বছর মূলত ব্যাটার হিসেবেই খেলেছেন তিনি।গত বছর ওডিআই বিশ্বকাপে দলের হয়ে খেলার পরে তিনি হাঁটুর অপারেশন করান। এরপর ২০২৪'র গোড়ার দিকে টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে এলেও তিনি গোটা সিরিজে হাতে গোনা কয়েক ওভার বোলিং করেছেন। তবে এবার ধীরে ধীরে তিনি তাঁর বোলিংয়ের দিকেও নজর দিচ্ছেন। টেস্টে অলরাউন্ডারের ভূমিকা পালন করতে বদ্ধপরিকর তিনি। তাই নিজের ওয়ার্কলোড কমাতে এবারের টি-২০ বিশ্বকাপেও খেলছেন না। পাশাপাশি কাউন্টি খেলে নিজেকে ধীরে ধীরে তৈরি করছেন তিনি যাতে অলরাউন্ডারের ভূমিকা পালন করতে পারেন। সেই উদ্দেশ্যেই কাউন্টিতে ডারহামের হয়ে খেলার সময়ে পুরোদস্তুর বোলিংও করছেন তিনি। সম্প্রতি সমারসেটের বিরুদ্ধে তাঁর দুরন্ত বোলিং পারফরম্যান্সে ভর করে মাত্র দুই দিনে জয় পায় ইংল্যান্ড। আর এরপরেই স্টোকসের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে খুনসুটিতে মাতেন তাঁর একদা সতীর্থ স্টুয়ার্ট ব্রড।
আরও পড়ুন… অরেঞ্জ ক্যাপ দিয়ে আইপিএল ট্রফি জেতা যায় না- ফের RCB ও বিরাট কোহলিকে খোঁচা দিলেন অম্বাতি রায়ডু!
সমারসেটের বিরুদ্ধে ম্যাচে দুই ইনিংসেই চারটি করে উইকেট নেন বেন স্টোকস। দ্বিতীয় ইনিংসে তিনি টানা ১০ ওভার বল করে চার উইকেট নিয়ে সমারসেট ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙে দেন। ফলে মাত্র দুই দিনের মধ্যে সমারসেটকে হারাতে সক্ষম হয় ডারহাম। এরপরেই সোশ্যাল মিডিয়াতে প্রাক্তন তারকা ইংরেজ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড মজা করে স্টোকসকে উদ্দেশ্য করে লেখেন, ‘হাই বেন। লাভ ইউ (তোমাকে ভালোবাসি)। ইউ হ্যাভ অ্যা হার্ট অফ আ লায়ন (তুমি একজন সিংহহৃদয় ব্যক্তি)। প্লিজ স্টপ বোলিং টেন ওভার স্পেলস উইথ ইওর ডজি নিই (দয়া করে তোমার ওই হাঁটুর অবস্থা নিয়ে দশ ওভার স্পেল করা বন্ধ কর)।’ এর জবাবে মজার ছলেই স্টোকস লেখেন, ‘ফা* অফ স্টুয়ার্ট, হোয়াট ডজি নিই! (তুমি এসব ছাড় স্টুয়ার্ট, কিসের হাঁটুর অবস্থা খারাপ!)।’ বলে সঙ্গে একটি ইমোজি ব্যবহার করেন বেন স্টোকস।
আরও পড়ুন… গিল নয়, ভারতীয় দলের অধিনায়ক হওয়ার জন্য এগিয়ে শ্রেয়স- KKR ক্যাপ্টেনকে নিয়ে প্রাক্তনীর ভবিষ্যদ্বাণী
প্রসঙ্গত কয়েকদিন আগে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে বল হাতে বেশ ভালো পারফরম্যান্স ছিল স্টোকসের। ওই ম্যাচে ডারহাম অল্পের জন্য হারলেও ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি পাঁচটি উইকেট নেন। ২০১৮ সালের পরে প্রথমবার কাউন্টিতে পাঁচ উইকেট নেন তিনি। এরপর সমারসেটের বিরুদ্ধে দুই ইনিংসেই চারটি করে উইকেট নেন। ফলে প্রথম ইনিংসে সমারসেট ১৭১ এবং দ্বিতীয় ইনিংসে তারা ৮৮ রানে অলআউট হয়ে যায়।দিন শেষে এক ইনিংস ম্যাচ জেতে ডারহাম।যদিও ব্যাট হাতে তারা প্রথম ইনিংসে মাত্র ২৬৫ রান করেছিল। লাল বলের ক্রিকেটের প্রস্তুতি সারতে এবার স্টোকস আইপিএলে ও খেলেননি।লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের পরবর্তী চ্যালেঞ্জ রয়েছে জুলাই মাসে।ঘরের মাঠে তারা ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে।