বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024 - প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েও অশান্তি চলছেই, অনুশীলনে মুখ দেখাদেখি বন্ধ সূর্য-হার্দিকের

IPL 2024 - প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েও অশান্তি চলছেই, অনুশীলনে মুখ দেখাদেখি বন্ধ সূর্য-হার্দিকের

সূর্যকুমার যাদব। ছবি- এএফপি (AFP)

আইপিএলের প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েও অশান্তি চলছে মুম্বই ইন্ডিয়ান্সের অন্দরে। অনুশীলনে মুখ দেখাদেখি বন্ধ সূর্য-হার্দিকের। সম্প্রতি ইডেন গার্ডেন্সে মুম্বই অনুশীলনের সময় হার্দিক ব্যাট করতে নামতেই তাঁকে দেখে সরে যান সূর্যকুমার যাদবরা

আইপিএল থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে মুম্বই ইন্ডিয়ান্সের। চোট কাটিয়ে দলে এসে সূর্যকুমার যাদব রানের মধ্যে ফিরলেও দলের ছন্দ ফেরাতে পারেননি তিনি। আর কদিন পরেই বিশ্বকাপের মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে নামবেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা। রোহিত শর্মার নেতৃত্বে খেলবেন তাঁরা একসঙ্গে। কিন্তু এখনও তাঁদের মধ্যে নাকি মুখ দেখাদেখি বন্ধ রয়েছে। অশান্তির চোরা স্রোত বইছে ইন্ডিয়ান্স শিবিরের অন্দরে। পরিস্থিতি এতটাই জটিল যে কোনও মতে এবারের আইপিএলটা যেন শেষ করতে পারলে বাঁচে মুম্বই টিম ম্যানেজমেন্ট। আইপিএল শুরুর আগে থেকে হওয়া ঝামেলা, শেষ পর্বে এসেও মেটাতে ব্যর্থ টিম ম্যানেজমেন্ট। মার্ক বাউচাররা যে ম্যান-ম্যানেজমেন্টে একদম ফেল করেছেন, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু দলের সাফল্য আনতে গিয়ে আখেরে যে ক্ষতি করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজি তা ভালোই বোঝা যাচ্ছে। এক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগের এক ঘটনা তুলে ধরলেই বোঝা যাবে, ঠিক কতটা অন্তর্কলহে জেরবার মুম্বই শিবির।

আরও পড়ুন-Border Gavaskar Trophy- অজিদের পাশে বসে নয়, এবার বিরাট-শামিদের জন্য গলা ফাটাতে আলাদা ফ্যান জোন ভারতীয়দের

গত কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির বিভক্ত দুটি গ্রুপে। একদিকে রোহিত শর্মার পছন্দের যশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদবরা। অন্যদিকে হার্দিক পান্ডিয়া এবং তাঁর বিদেশিরা। এরই মধ্যে এক সংবাদ সংস্থার রিপোর্টে জানা যাচ্ছে, অনুশীলনের সময় নাকি মুখ দেখাদেখি বন্ধ রয়েছে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের। একে অপরের অনুশীলনের সময় নাকি মাঠেই থাকছে না ক্রিকেটাররা, যা সামাল দিতে বেজায় অস্বস্তিতে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন-IPL 2024-জল্পনার অবসান…রোহিতের নাইট রাইডার্সে আসার গুঞ্জন ওড়ালেন ভেঙ্কি মাইসোর,ভিডিয়ো

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলতে ইডেন গার্ডেন্সে গত শুক্রবার অনুশীলন ছিল মুম্বই ক্রিকেটারদের। সেই মতো রোহিত শর্মা যখন অনুশীলনে নামেন তখন আশে পাশে কোথাও দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকে। এর কিছুক্ষণ পর যখন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক অনুশীলনে নামেন তখন সাইডলাইনে কথা বলছিলেন রোহিত শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদবরা। কিন্তু অধিনায়ককে মাঠে ঢুকতে দেখেই তাঁরা অন্যত্র সরে যান। একেবারে মাঠের অন্য প্রান্তে চলে যান এই তিন ক্রিকেটার। উল্লেখ্য কদিন আগেই তিলক বর্মাকে দোষারোপ করার পর তাঁর সঙ্গেই ড্রেসিং রুমে ঝামেলায় জড়িয়েছিলেন হার্দিক। এরপর দলের বাকিরা গিয়ে পরিস্থিতি শান্ত করে ছিলেন। 

আরও পড়ুন-IPL 2024-খারাপ সময়ও হাল ছাড়েনি সমর্থকরা, শেষ হোম ম্যাচের পর দর্শকদের ধন্যবাদ গিল-নেহরাদের

পরিস্থিতি এতটাই জটিল যে আাগমী বছর তিন জন ক্রিকেটারকে দলে রাখার কথা থাকলেও মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট যথেষ্টই চিন্তায় কাদের দলে রাখবেন সেই ব্যাপারে। কারণ রোহিত শর্মা যে মুম্বইতে থাকবেন না তা স্পষ্ট। সম্প্রতি অভিষেক নায়ারের সঙ্গে তাঁর কথাবার্তার এক ভিডিয়ো সামনে এসেছে। যশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদবরাও হার্দিকের অধিনায়কত্বে খেলতে চান না। এদিকে তিলক বর্মাও যদি দলে থাকতে রাজি না হন, তাহলে জোর করে তাঁদের খেলানো সঠিক সিদ্ধান্ত হবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। হার্দিকের খারাপ পারফরমেন্সের মধ্যে এত ভালো ভারতীয় ব্রিগেড ছেড়ে দিলে দল গোছাতেও বেশ কাঠখড় পোড়াতে হবে ফ্র্যাঞ্চাইজি মালিক এবং টিম ম্যানেজমেন্টকে, সেকথা বলাই বাহুল্য।

ক্রিকেট খবর

Latest News

LIVE: আজ কাটবে জট? একগুচ্ছ প্রশ্ন নিয়ে আলো ফুটল জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে ধনু-মকর-কুম্ভ-মীনের বুধবার কেমন কাটবে? জানুন রাশিফল দুর্গাপুজোয় ফোন কেনার প্ল্যান? জিও ফোন প্রাইমা২ পাবেন ৩ হাজার টাকার মধ্যে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.