শুভব্রত মুখার্জি:- বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইটের লড়াই। দুটি গ্রুপে ভাগ করা লড়াই করছে আটটি সেরা দল। এর মধ্যে থেকে দুটি গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল যাবে সেমিফাইনালে। ইতিমধ্যেই সুপার এইটে জায়গা করে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড।তবে তারা আদৌও জায়গা পাবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। শেষ ম্যাচে স্কটল্যান্ড যদি অস্ট্রেলিয়া হারিয়ে দিত তাহলেই বিপদে পড়ে যেত তারা। অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড ম্যাচে অজিদের হারিয়ে দেওয়ার অনেক পরিস্থিতি তৈরি করেছিল স্কটিশরা। যদিও শেষ পর্যন্ত তা তারা কাজে লাগাতে পারেনি।
এই অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ডের ম্যাচের প্রতি মুহূর্তে বদলে যাওয়া পরিস্থিতিতে কী অবস্থা হচ্ছিল ইংল্যান্ডের ক্রিকেটারদের সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। পরিস্থিতি এমন দাঁড়িয়ে ছিল যাতে ইংল্যান্ড ক্রিকেটাররা এতটাই চাপে ছিলেন যাতে তারা বারবার ফ্লাইট বুক করছিল আর বাতিল করছিল!
ইএসপিএনের ‘অ্যারাউন্ড দ্য উইকেট’ নামক অনুষ্ঠানে ম্যাক্সওয়েল বলেন, ‘ম্যাচে বিভিন্ন মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। একটা সময়ে ওঁরা (স্কটিশরা) টিম ডেভিডের ক্যাচ ফেলে দেয়। সেই সময়ে তিন বলে তিন রান বাকি ছিল। শেষ ২-৩ বলে যখন ম্যাচ গড়ায় তখন ম্যাচে স্বাভাবিকভাবেই টেনশন থাকে। ম্যাচ যে কোনদিকে যেতে পারে। কেউ জানে না কি হবে,কি হবে না? আমাদের ভাগ্য ভালো ওই সময়ে ম্যাচটা আমাদের পক্ষে গিয়েছিল। ম্যাচটা আমরা জিতেছিলাম। আমি শুনেছি সেই সময়টা খুব বিশৃঙ্খল পরিবেশ চলছিল (ইংল্যান্ডের ড্রেসিংরুমে)। ওরা সবাই হোটেলে ছিল।বেশ চাপে পড়ে গিয়েছিল ওরা। ওদের অনেকেই ফ্লাইট বুক করছিল আবার বাতিল ও করছিল। এটা দেখতে পেলে সত্যিই খুব মজার হত।’
ম্যাক্সওয়েল জানিয়েছেন ওই ম্যাচের আগে টুকটাক ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে তাঁর মেসেজে কথা হয়েছে। তিনি বলেন, ‘হ্যা টুকটাক কয়েকটা এসএমএস ওঁরা করছিল। বিষয়টা বেশ মজার ছিল। মাঠে যখন আমরা খেলছিলাম তখন ও এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা আলোচনা করছিলাম। আমরা কি সত্যিই এটা করছি?'(ম্যাচটা জিতছি?)। আমরা কী ইংল্যান্ডকে টুর্নামেন্টে ফিরে আসার সুযোগ করে দিচ্ছি? সবমিলিয়ে বেশ রোমাঞ্চকর ম্যাচ ছিল এটা।’
এই ম্যাচের কয়েকদিন আগেই ঘটনাচক্রে অজি পেসার জোশ হেজেলউড জানিয়েছিলেন, ‘এই টুর্নামেন্টটা এমন একটা টুর্নামেন্ট যেখানে ফের আমাদের একবার ইংল্যান্ডের মুখোমুখি হতে পারে। কারণ নিজেদের দিনে তারা দুনিয়ার অন্যতম সেরা দল। টি-২০ ক্রিকেটে ওদের বিরুদ্ধে আমাদের বেশ কয়েকবার সমস্যায় পড়তে হয়েছে। ফলে ওদেরকে যদি আমরা টুর্নামেন্ট থেকে বের করে দিতে পারি সেটা আমাদের জন্য ভালো হবে।’